Shikhar Dhawan Birthday: অভিষেকেই স্টার্ক-সিডলদের পিটিয়ে রেকর্ড, জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসলেন ধবন
রবিবার ৩৬ বছর পূর্ণ করলেন শিখর ধবন (Shikhar Dhawan)। জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসলেন দিল্লির বাঁহাতি ব্যাটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১২-১৩ মরসুমে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল শিখরের। অভিষেকেই রেকর্ড গড়েছিলেন তিনি।
মাত্র ৮৫ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেছিলেন ধবন। অভিষেক টেস্ট ম্যাচে যা কোনও ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। সেই ম্যাচে ১৮৭ রান করেছিলেন ধবন।
ভারতের হয়ে ৩৪টি টেস্ট ম্যাচ খেলেছেন ধবন। করেছেন ২৩১৫ রান।
টেস্টে ৭টি সেঞ্চুরি রয়েছে ধবনের। সর্বোচ্চ ১৯০ রান। ৫টি হাফসেঞ্চুরিও রয়েছে তাঁর।
জাতীয় দলের হয়ে ১৪৫টি ওয়ান ডে খেলেছেন ধবন। দেশকে ওয়ান ডে-তে নেতৃত্বও দিয়েছেন।
ধবনের ওয়ান ডে রেকর্ড বেশ ঈর্ষণীয়। ১৭টি সেঞ্চুরি-সহ ৬১০৫ রান করেছেন।
জাতীয় দলের হয়ে ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১৭৫৯ রান করেছেন দিল্লির বাঁহাতি ব্যাটার। রয়েছে ১১টি হাফসেঞ্চুরি।
কেরিয়ারের একশোতম ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ধবন। বিশ্বে যে নজির রয়েছে মাত্র ৯ জনের।
আইপিএলে ১৯২ ম্য়াচে ৫৭৮৪ রান রয়েছে শিখরের ঝুলিতে। আইপিএলে দুটি সেঞ্চুরিও করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -