Bishan Singh Bedi Death: বিশ্বকাপের মাঝেই শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট, ভেঙে গেল বিখ্যাত সেই স্পিন চতুর্ভুজ
সোমবার ৭৭ বছর বয়সে জীবনাবসান ঘটল কিংবদন্তি বিষাণ সিংহ বেদীর (Bishan Singh Bedi)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৬৭ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ২৬৬টি উইকেট নিয়েছেন তিনি।
১০টি ওয়ান ডে ম্যাচে সাতটি উইকেট নেওয়ারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে।
ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ জয়ে বিষাণ সিংহ বেদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে ৭৭-এই থামল তাঁর জীবন।
একটা সময় গোটা বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল ভারতের যে স্পিন চতুর্ভুজ, তার অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন বাঁহাতি স্পিনার বেদী। বাকি তিনজন হলেন কর্নাটকের কিংবদন্তি অফস্পিনার এরাপল্লি প্রসন্ন, লেগস্পিনার ভগবৎ চন্দ্রশেখর ও অফস্পিনার শ্রীনিবাস বেঙ্কটরাঘবন।
১৯৭০ সালে পদ্মশ্রী জেতেন বেদী। তিনি ভারতীয় দলকে ২২টি টেস্টে নেতৃত্বও দিয়েছেন। ১৯৭৫ সালে ইস্ট আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতীয় একাদশেরও অঙ্গ ছিলেন তিনি।
১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের টেস্ট অভিষেক ঘটান বেদী। নিজের প্রথম সিরিজ়েই ২১টি উইকেট নিয়েছিলেন তিনি। তারপর থেকে শুধুই ধাপে ধাপে সাফল্যের ইতিবৃত্ত।
তাঁকে সর্বকালের অন্যতম সেরা স্পিনার হিসাবে গণ্য করা হয়। দিল্লির রঞ্জি ট্রফিজয়ী দলের তিনিই অধিনায়কত্ব করেন। ১৯৭৮-৭৯ এবং ১৯৮০-৮১ সালে বেদীর নেতৃত্বে রঞ্জি ট্রফি জেতে দিল্লি।
ভারতের ঘরোয়া ক্রিকেট তো বটেই, কাউন্টি ক্রিকেটেও বেদী নিজের বোলিংয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন।
নর্দ্যাম্পটনশায়ারের হয়ে ১৯৭২ থেকে ১৯৭৭ সাল প্রতিনিধিত্ব করেছেন বেদী। মোট ১০২টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৪৩৪টি উইকেট নিয়েছেন। ছবি - পিটিআই, বিসিসিআই ও আইসিসি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -