Mayanti Langer: স্বল্প পোশাক পরে ট্রোল হয়েছিলেন, কে এই মায়ান্তি ল্যাঙ্গার? চিনে নিন
স্বামী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনি। শ্বশুর রজার বিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএত হাইপ্রোফাইল ঘরের পুত্রবধূ হয়েও মায়ান্তি ল্যাঙ্গারের একটি নিজস্ব পরিচয় রয়েছে। তিনি ক্রীড়া উপস্থাপিকা। গত বিশ্বকাপেও মাঠে দেখা গিয়েছে এই গ্ল্যামাগার্লকে।
একটি নির্দিষ্ট সম্প্রচারকারী চ্যানেলের উপস্থাপিকা হিসেবে প্রতিটি খেলার সময় মাঠে দেখা গিয়েছে মায়ান্তিকে। তাঁর সঙ্গে ছিলেন সুনীল গাওস্কর, ইরফান পাঠান, মহম্মদ কাইফের মত ক্রীড়াব্যক্তিত্বও।
তবে বিশ্বকাপের সময় স্বল্পবসনে থাকায় সমালোচিত হয়েছিলেন তিনি।
গাওস্করের পাশে দাঁড়িয়েছিলেন ল্যাঙ্গার। সেখানে একটি ছবি দেখা গিয়েছে যে নীল ব্লেজার পরিহিত মায়ান্তি। সেখানে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এমনও লিখেছিলেন যে মায়ান্তির কী প্যান্ট কেনার সামর্থ্য নেই।
‘‘আমার আর্থিক ক্ষমতা নিয়ে চিন্তা করায় ধন্যবাদ। আমাকে ও আমার পরিবারের সদস্যদের ট্যাগ করে অনেকেই প্রশ্ন করেছেন যে আমার কি প্যান্ট কেনার ক্ষমতা নেই? চিন্তা করবেন না, ফাইনালে পুরো স্যুট-প্যান্ট কেনার ক্ষমতা আমার আছে।’
কিন্তু অনেক উপস্থাপিকাই তো স্বল্পবসন পরে মাঠে উপস্থাপনা করেন। সেক্ষেত্রে কেন মায়ান্তিকে নিশানা করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, ১৯৮৫ সালের ৮ ফেব্রুয়ারি একটি আর্মি পরিবারে জন্ম হয় মায়ান্তির। দিল্লির হিন্দু কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি। মায়ান্তি নিজের ক্রীড়া উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেছিলেন ইএসপিএনের হয়ে প্রথম। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কাজ করেছেন তিনি।
২০১০ সালে কমনওয়েলথ গেমসে দেখা গিয়েছিল মায়ান্তিকে উপস্থাপিকা হিসেবে। সেটি ছিল তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ইভেন্ট শুরুর দিকে।
বিভিন্ন চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করা ছাড়াও বিশ্বকাপের মঞ্চে ২০১১, ২০১৫ সালে দায়িত্ব সামলেছেন তিনি। ভারতের একমাত্র মহিলা ক্রীড়া উপস্থাপিকা যিনি ২০১০ সালে ফিফা বিশ্বকাপ ফুটবলেও দায়িত্ব সামলেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -