Chris Gayle : লক্ষ্মণের কথায় টি২০-র 'গ্রেটেস্ট প্লেয়ার', শেষ ম্যাচ খেলে ফেললেন গেল ?
এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি দেননি ইউনিভার্সাল বস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু, টি২০ আন্তর্জাতিক ক্রিকেটকে সম্ভবত বিদায় জানাতে চলেছেন ক্রিস গেল
শেখ জাইদ স্টেডিয়ামে দৃশ্যপট অনেকটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে বলে জল্পনা
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৯ বলে ১৫ রান করে প্যাভিলিয়নের ফিরে যাওয়ার সময় গেলকে উদ্দেশ্য করে উঠে দাঁড়িয়ে হাততালি দেন তাঁর সতীর্থরা
সতীর্থরা যখন বাউন্ডারিতে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন, তখন গেল গ্রাউন্ডের সব কর্নার লক্ষ্য করে ব্যাট তুলে ধরেন
কমেন্টেটর ইয়ান বিশপ বলেন, সবকিছু বলে দিচ্ছে গেলকে আমরা ওয়েস্ট ইন্ডিজের রঙে শেষ বার দেখতে চলেছি
টি২০ ক্রিকেটে ক্রিস্টোফার হেনরি গেলের মত অবদান খুব কম ক্রিকেটারেরই আছে
এদিকে গেলের অবসরের বিষয়টি ধরে নিয়ে ইতিমধ্যেই কেউ কেউ বিবৃতি দিয়েছেন। সুপারস্টার গেলকে ক্রিকেট বিশ্ব মিস করবে বলে মন্তব্য করেন দীনেশ কার্তিক
গেলকে টি২০-তে গ্রেটেস্ট প্লেয়ার বলেছেন ভিভিএস লক্ষ্মণ
১৯৯৯ সালে অভিষেক হওয়া গেলের দুটি বিশ্বকাপ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৭৯টি টি২০ ম্যাচে ১৮৯৯ রান রয়েছে তাঁর সংগ্রহে। গড় ২৮.১১ । এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরি। এর পাশাপাশি নিয়েছেন ১৯টি উইকেটও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -