Commonwealth Games 2022: নীরজ থেকে সিন্ধু, পদক জয়ের জন্য় ভারতের সেরা বাজি এই অ্যাথলিটরা
সম্প্রতি সিঙ্গাপুর ওপেন জিতেছেন, একাধিক অলিম্পিক্স পদকও রয়েছে তার দখলে। বার্মিংহ্যামে যে ভারতের পদক জয়ের পিভি সিন্ধুই সেরা বাজি, তা বলাই বাহুল্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে সিন্ধু একা নন, তুখোর ফর্মে 'সোনার ছেলে' নীরজ চোপড়াও। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছেন তিনি। তাই তার থেকে পদকের প্রত্যাশা থাকাটা স্বাভাবিকই বটে।
কমনওয়েলথ গেমসে ইতিমধ্যে রুপো এবং সোনা জয়ের কৃতিত্ব রয়েছে মীরাবাঈ চানুর দখলে। অলিম্পিক্সে রুপোজয়ী ভারোত্তোলকের থেকে তাই এবারেও প্রত্যাশার অন্ত নেই।
গত বারের কমনওয়েল গেমসে সোনা জিতেছিলেন মণিকা বাত্রাও। এই ভারতীয় টেবিল টেনিস তারকাকে ঘিরে তাও এবারেও পদক জয়ের আশায় ভারত।
গত বারের কমনওয়েল গেমসে দুই ভিন্ন বিভাগে সোনা ও রুপো জিতেছিলেন কিদাম্বি শ্রীকান্ত। সিন্ধুর মতো তিনিও ভারতীয় ব্যাডমিন্টন দলের অংশ। তার থেকে এবারও প্রত্যাশা পদক জয়েরই।
এবার কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দলও নামছে। হরমনপ্রীতের নেতৃ্তবাধীন দলের থেকে প্রত্যাশা শুধুই সোনা জয়ের।
একমাত্র ভারতীয় হিসাবে তিন বার এশিয়ান গেমসে সোনা জয়ের কৃতিত্ব রয়েছে রবি কুমার দাহিয়ার দখলে। ভারতীয় কুস্তগীর নিঃসন্দেহে ভারতের পদক জয়ের বড় আশা।
অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন মনদীপ সিংহরা। কমনওয়েলে তাদের থেকে সোনা জয়ের প্রত্যাশা রয়েছে ভারতীয় জণগনের।
পুরুষ দলের পাশাপাশি উন্নতি করেছে ভারতীয় মহিলা হকি দলও। অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতাছাড়া হলেও, কমনওয়েলথে পদক জয়ই একমাত্র লক্ষ্য।
অবশ্য ভারতীয় মহিলা ক্রিকেট দল কমনওয়েলথে নামলেও, পুরুষদের কমনওয়েলথে খেলার সুযোগ দেওয়া হয়নি। নয়তো ভারতীয় দলের আরও একটি পদক জয়ের সম্ভাবনা দৃঢ় হত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -