Ab De Villiers: জন্মদিনে এক ঝলকে এবি ডিভিলিয়ার্সের পাঁচটি রেকর্ড, যা কোনওদিনই ভাঙার নয়
তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু এখনও ২২গজের বিধ্বংসী ব্যাটারদের কথা উঠলেই তাঁর নাম মনে পড়বেই। তিনি এবি ডিভিলিয়ার্স। আজ ৩৯ বছরে পা দিলেন এবিডি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৮৪ সালের ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম হওয়া এবিডি মাঠের চারধারে শট খেলতে পারতেন বলে তাঁকে ৩৬০ ডিগ্রি নামেও ডাকা হত।
কিছুকিছু রেকর্ড রয়েছে এবিডির ব্যাটে, যা কখনও, কোনওদিনই ভাঙার নয়। একঝলকে দেখে নেওয়া যাক সেগুলো।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুতগতির অর্ধশতরান, দ্রুতগতির শতরান ও দ্রুততম দেড়শো রান করেছেন।
২০১৫ সালে ১৬ বলে অর্ধশতরান পূরণ করেন। সেই ম্যাচেই ৩১ বলে অর্ধশতরান পূরণ করেন। এরপর মাত্র ৬৪ বলে দেড়শো রান পূরণ করেন।
ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির সময় সর্বোচ্চ স্ট্রাইক রেট নিয়ে ব্য়াটিং করেছিলেন এবি ডিভিলিয়ার্স। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে ৩৩৮.৬৩ স্ট্রাইক রেটে ইনিংস শেষ করেছিলেন এবিডি।
ওডিআইতে দেড়শো প্লাস ইনিংসে তাঁর সেরা স্ট্রাইক রেট রয়েছে। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অপরাজিত ১৬২ রানের ইনিংসটি ২৪৫.৪৫ স্ট্রাইক রেটে এসেছিল।
ওয়ান ডে ফর্ম্যাটের বিশ্বের একমাত্র ব্যাটার এবিডি, যিনি একশোর বেশি স্ট্রাইক রেট ও ৫০-র বেশি গড়ে দু হাজার বা তার বেশি রান করেছেন। এবিডি ২২৮টি ওয়ানডেতে ১০১.০৯ স্ট্রাইক রেট এবং ৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান করেছেন।
এবি ডিভিলিয়ার্স টেস্টেও দুর্দান্ত ব্যাটসম্যান ছিলেন। শূন্য রানে আউট হওয়ার আগে সবচেয়ে বেশি ইনিংস খেলার রেকর্ড তাঁর। ২০০৯-০৯ সালে সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিপক্ষে কোনো রান না করে আউট হওয়ার আগে তিনি ৭৮ ইনিংস খেলেছিলেন। ডি ভিলিয়ার্স ১১৪ ম্যাচে ৫০.৬৬ গড়ে ২২ সেঞ্চুরি সহ ৮৭৬৫ রান করে তাঁর টেস্ট কেরিয়ার শেষ করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -