Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Abhishek Sharma: হারারেতে রাজকীয় শতরানে রোহিতকে পিছনে ফেললেন অভিষেক শর্মা
দুরন্ত আইপিএল মরশুম। সানরাইজার্স হায়দরাবাদ ফাইনাল না জিতলেও, নিজের আগ্রাসী ব্যাটিংয়ে সকলকে মন্ত্রমুগ্ধ করেছিলেন অভিষেক শর্মা। তারপরেই জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমবার জাতীয় দলের হয়ে ডাক পান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহারারেতে শনিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেক ঘটন তরুণ ওপেনার। খাতাই খুলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই প্রমাণ করে দিলেন নিজের প্রতিভা।
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে হাঁকালেন অনবদ্য সেঞ্চুরি। পাশাপাশি রোহিত শর্মার রেকর্ডও নিজের নামে করে নিলেন অভিষেক।
৪৬ বলে ১০০ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার ও আটটি ছক্কায়। ৩৩ বলে হাফসেঞ্চুরি করার পর আর মাত্র ১৩ বলে নিজের বাকি ৫০ রান করেন অভিষেক।
এই ইনিংসের সুবাদেই বিদায়ী টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মাকে পিছনে ফেলে এবছরের টি-টোয়েন্টিতে সর্বাধিক ছয় মারা ভারতীয় হয়ে গেলেন। রোহিতের ৪৬টির জবাবে অভিষেক ইতিমধ্যেই ৫০ ছয় মেরে ফেলেছেন।
পূর্ণ সদস্যের আরও কোনও দলের কোনও ক্রিকেটার আন্তর্জাতিক বিশ ওভারের ফর্ম্যাটে এত দ্রুত সেঞ্চুরি হাঁকাতে পারেননি।
জ়িম্বাবোয়ের স্পিনারদের বিরুদ্ধে অভিষেকের করা ৬৫ রান পুরুষদের টি-টোয়েন্টিতে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বাধিক।
প্রথম ভারতীয় হিসাবে নাগাড়ে তিন ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। এই ইনিংসই প্রমাণ করে দেয় তিনি লম্বা রেসের ঘোড়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -