Matthew Wade Retirement: দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন, ক্রিকেটকে বিদায় জানিয়েই ফের ২২ গজে নতুন দায়িত্বে ওয়েড
ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকে অবসর নিয়েছেন ম্য়াথু ওয়েড। আচমকাই এই সিদ্ধান্ত নেওয়ার পরই অবশ্য ২২ গজে নতুন দায়িত্বে অজি উইকেট কিপার ব্যাটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী নভেম্বরে পাকিস্তান অস্ট্রেলিয়ায় আসবে সীমিত ওভারের ফর্ম্য়াটে সিরিজ খেলতে। সেই সিরিজের আগেই ম্য়াথু ওয়েডকে অস্ট্রেলিয়ার সহকারী কোচও নির্বাচিত করা হল।
গত মার্চ মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দেখা গিয়েছিল। এবার ১৩ বছরের কেরিয়ারকে পাকাপাকি বিদায় জানালেন।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি এই ব্যাটার নিজের কেরিয়ারে ৩৬টি টেস্ট খেলেছেন। ৯৭টি ওয়ান ডে ও ৯২টি টি-টোয়েন্টি খেলেছেন।
নিজের অবসর ঘোষণা প্রসঙ্গে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অজি দলের কিপার জানিয়েছিলেন, ''গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই মনে হয়েছিল আমার আন্তর্জাতিক কেরিয়ার এখানেই শেষ।''
নিজের কোচিং কেরিয়ারে প্রবেশ করা নিয়ে ওয়েড জানিয়েছেন, ''বিগত বেশ কয়েক বছর ধরেই কোচিং নিয়ে ভাবছি। খুব ভাল কিছু সুযোগ পেয়েছি। আগামী দিনে আরও পাব। তাই আমি খুবই উত্তেজিত।''
আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে শেষবার খেলেছেন। বিগ ব্য়াশের সঙ্গে ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে যে খেলা চালিয়ে যাবেন সে কথা জানিয়েছেন অবশ্য ওয়েড।
তারকা ক্রিকেটারের অবসর প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি বলেছেন, ''অবসরের পর ওয়েড দলকে কোচিং করাবে। এটা দারুণ ব্যাপার। আগামী দিনের তারকা তৈরি করবে ও।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -