T20 World Cup 2024: নিয়মরক্ষার ম্যাচে ইতিহাস বাবরের, পাক অধিনায়ক ভাঙলেন ধোনির রেকর্ড
এবারের বিশ্বকাপটা পাকিস্তানের জন্য একেবারেই ভাল কাটেনি। গত বারের ফাইনালিস্ট এ বারের বিশের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাট হাতে বাবর আজমের জন্য টুর্নামেন্টটা বেশ হতাশাজনকই কেটেছে।
দলের ব্যর্থতায় অধিনায়ক বাবরকে নিয়ে তো প্রশ্ন উঠেইছে। উপরন্তু, তিনি রান পেলেও তাঁর স্ট্রাইক নিয়ে প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছেন বাবর।
আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক বাবর আইরিশদের বিরুদ্ধে ম্যাচেই বিশ্বকাপে সর্বাধিক রান অধিনায়কও হয়ে গেলেন।
আইরিশদের বিরুদ্ধে ৩৪ বলে ৩২ রান করেন তিনি। আর এই ইনিংসের সুবাদেই মহেন্দ্র সিংহ ধোনিকে পিছনে ফেলে দিলেন তিনি।
বাবর ১৭ ম্যাচে বিশ ওভারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫৪৯ রান করেছেন, যা সর্বকালের সর্বোচ্চ।
এতদিন পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা ২০০৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন ধোনি।
তিনি ২৯ ম্যাচে ৫২৯ রান করেছিলেন। তবে তাঁকে পিছনে ফেলে শীর্ষে পৌঁছে গেলেন বাবর।
নিয়মরক্ষার ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে বাবরের পরিপক্ক ইনিংস ও শাহিন আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্সে তিন উইকেটে জয়ও পেল পাকিস্তান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -