Border-Gavaskar Trophy: রেকর্ড দর্শকের সামনে পড়ল রেকর্ড উইকেট, বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দিনে তৈরি হল একাধিক ইতিহাস
পারথে শুরু হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফির মহারণ। ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনেই রেকর্ডের ছড়াছড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন ভারতীয় দল মাত্র ১৫০ রানেই প্রথম ইনিংসে অল আউট হয়ে যায়। বিগত ২৪ বছরে অজ়িভূমে যুগ্মভাবে টিম ইন্ডিয়ার এটি সবথেকে কম রান।
পারথে ভারতীয় দল প্রথম ইনিংস ৫০ ওভারও ব্যাট করতে পারেনি। ৪৯.৪ টেকে টিম ইন্ডিয়া ইনিংস। প্রথম দিনে এত কম ওভারে এর আগে অল আউট হয়নি ভারত।
ভারতের হয়ে আটে নেমে নীতীশ কুমার রেড্ডিই সর্বাধিক ৪১ রানে ইনিংস খেলেন। আটে নেমে অভিষেক টেস্টে এটাই কোনও ব্যাটারের সর্বোচ্চ স্কোর।
অল্প রানে অল আউট হওয়ার পর টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে আগুন ঝরান অধিনায়ক যশপ্রীত বুমরা। মাত্র দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে স্টিভ স্মিথকে গোল্ডেন ডাকে ফেরালেন তিনি।
বুমরা এই নিয়ে ২০.১৭ গড়ে ১৭৭টি টেস্ট উইকেট নিয়ে ফেলেছেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তাঁর থেকে বেশি ভাল গড়ে (১৬.৪৩) অধিক উইকেট নেওয়ার কৃতিত্ব একমাত্র সিডনি বার্নসের রয়েছে।
এদিন ৩৮ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। মাত্র দ্বিতীয়বার অজ়িরা টেস্টে ৪০ রানের গণ্ডি পার করার আগে পাঁচ উইকেট হারাল।
গোটাদিনে দুই দলের মোট ১৭টি উইকেট পড়ে। ১৯৫২ সালের পর থেকে অজ়িভূমে ম্যাচের প্রথম দিনে এত উইকেট পড়তে দেখা যায়নি।
আজ পারথের স্টেডিয়ামে মোট ৩১,৩০২ জন ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। এটাই এই স্টেডিয়ামে কোনও টেস্টের প্রথম দিনে সর্বাধিক দর্শকসংখ্যা। ছবি: বিসিসিআই/আইসিসি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -