Border-Gavaskar Trophy: 'ক্লোজড ডোর ট্রেনিং'-র তত্ত্ব খারিজ, অজ়িদের বিরুদ্ধে নামার আগে জোরকদমে অনুশীলন টিম ইন্ডিয়ার
ভারতীয় দলের সকলেই বর্ডার-গাওস্কর ট্রফির আগে ইতিমধ্যেই অজ়িভূমে পৌঁছে গিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার, ১২ নভেম্বর অপশনাল অনুশীলনে ঋষভ পন্থ, কেএল রাহুলরা যোগ দিয়েছিলেন।
বুধবার কিন্তু কোহলি, বুমরাদের সকলকেই ভারতীয় নেটে দেখা গেল।
তবে ভারতীয় নেটে সিংহভাগ তারকাদের অনুশীলনে দেখা গেলেও রোহিত শর্মা কিন্তু ছিলেন না।
অর্থাৎ রোহিত বাকি দলের সঙ্গে অজ়িভূমে যাননি। তিনি সম্ভবত প্রথম দুই টেস্টে খেলবেন না। অবশ্য় রোহিত মুম্বইতেই অনুশীলন সারছেন বলে খবর।
ভারতীয় দলের এই অনুশীলন সেশন ঘিরেই যত রাখ ঢাক গুড় গুড়।
অস্ট্রেলিয়ান মিডিয়াতে দাবি করা হয় ভারতীয় দলের নেট সেশন সাধারণ জনগণ যাতে দেখতে না পারেন, সে কারণে বাইরেটা কালো কাপড়ে ঢাকা তো রয়েইছে।
এছাড়াও ওয়াকায় কর্মরত ব্যক্তিদের তাঁদের কোম্পানির সিইও-র তরফেও নাকি ভারতীয় দলের অনুশীলন না দেখা, কোনওরকম ছবি না তোলা এবং ড্রোন না উড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিসিসিআইয়ের অন্দরমহলের আধিকারিকদের তরফে এই দাবি পুরোপুরি খর্ব করে দেওয়া হয়। সরকারিভাবে অন্তত এমন কোনওরকম নির্দেশ দেওয়া হয়নি।
শুক্রবার থেকে ভারতীয় দল একটি আন্তঃদলীয় ম্যাচ খেলবে, সেই ম্যাচও সর্বসাধারণ চাইলে দেখতে পারেন বলেই দাবি করা হচ্ছে। ছবি: বিসিসিআই এক্স
- - - - - - - - - Advertisement - - - - - - - - -