Babar Azam: ৩২১ তাড়া করতে নেমে ৫২ ডট বল! ভারতের বিরুদ্ধে মহারণের আগে বাবর আজমকে নিয়ে ঝড়

পাকিস্তানের সেরা ব্যাটার মনে করা হয় তাঁকে। একটা সময় বিশ্বক্রিকেটের সেরা ব্যাটার কে, সেই আলোচনায় বিরাট কোহলির সঙ্গেই উচ্চারিত হতো তাঁর নাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সেই বাবর আজম চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের পরই সমালোচনায় ক্ষতবিক্ষত। পাকিস্তানের বিপর্যয়ের জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে তাঁকে।

বুধবার করাচির ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন বাবর। তিনিই পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার।
তারপরেও সমালোচনায় বিদ্ধ বাবর। কেন তাঁকে নিশানা করা হচ্ছে?
কারণ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৯০ বলে ৬৪ রান করেছেন বাবর।
৩২১ রান তাড়া করতে নেমে ৫২টি ডট বল খেলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাঁর মন্থর ইনিংসেই ম্যাচ পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যায় বলে বলা হচ্ছে।
৮১ বলে হাফসেঞ্চুরি করেন বাবর। তাঁর জন্যই বাড়তে থাকে আস্কিং রেট।
ভারতের প্রাক্তন তারকা মহম্মদ কাইফ প্রবল সমালোচনা করেছেন বাবরের। বলেছেন, '১৯৮০ সালের ওয়ান ডে ক্রিকেট খেলছে বাবর। অনিয়মিত স্পিনারদের মাত্র ২টি বাউন্ডারি মেরেছে।'
মাত্র ৭১.১১ স্ট্রাইক রেট রেখে রান করেছেন বাবর। নিউজ়িল্যান্ডের কাছে ৬০ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান।
প্রথম ম্যাচে হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন। ভারতের বিরুদ্ধে পরের ম্যাচের আগে প্রবল চাপে বাবরও। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -