Cristiano Ronaldo: সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ঐতিহ্যশালী আরব পোশাকে নজর কাড়লেন রোনাল্ডো
ফুটবল মাঠে তিনি বর্ণময় চরিত্র। ক্যামেরা সবসময় তাঁকে তাক করে থাকে। অফ ফিল্ডও ফ্যাশন নিয়ে বরাবর সচেতন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২২ ফেব্রুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার আল নাসর দলের সতীর্থদের সঙ্গে মেতে উঠলেন।
আরব পোশাকে চায়ের পেয়ালায় চুমুক খেতে দেখা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আল নসেরের সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি পোস্ট করা হয়েছে।
ঐতিহ্যবাহী আরবি পোশাক পরে ও ঐতিহ্যবাহী তলোয়ার হাতে আরদাহ নাচেও যোগদান করেন সি আর সেভেন।
১৭২৭ সালে ইমাম মোহাম্মদ বিন সৌদ কর্তৃক দেশটির প্রতিষ্ঠার স্মরণে সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই দিন সৌদি আরবে একটি জাতীয় ছুটির দিন পালন করা হয়।
সৌদি আরবের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে বেশ ভালই সুসম্পর্ক রোনাল্ডোর। একসঙ্গে দেখা গেল তাঁদেরও।
আরবের সংস্কৃতির সঙ্গে মানানসই সাজে রোনাল্ডো এদিন সেই পার্কে হাজির হলেন। তাঁর পরনে ছিল সাদা রংয়ের জুব্বা।
ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর সৌদি আরবের ক্লাব আল নসেরে খেলতে এসেছিলেন রোনাল্ডো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -