Lifestyle:কোন পথে মাইন্ডফুলনেস?

Mindfulness Practices:সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কম-বেশি নানা ব্যস্ততায় কেটে যায় আমাদের। এর মধ্যে মাইন্ডফুলনেস ঠিক কী ভাবে সাহায্য করতে পারে? বিষয়টিই বা কী?

কোন পথে মাইন্ডফুলনেস?

1/8
সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কম-বেশি নানা ব্যস্ততায় কেটে যায় আমাদের। এর মধ্যে 'মাইন্ডফুলনেস' ঠিক কী ভাবে সাহায্য করতে পারে? বিষয়টিই বা কী?
2/8
আসলে প্রত্যেক দিনের কাজকর্ম যার বেশিরভাগটিই আমরা স্রেফ অভ্যাস বশে করতে থাকি, 'মাইন্ডফুলনেস' সেই কাজকর্মগুলির সময়, প্রতিটি মুহূর্ত আমাদের সচেতন রাখে।
3/8
এর বহু সুফল রয়েছে, তবে অন্যতম সুবিধা মনকে শান্ত রাখা। কী ভাবে রপ্ত করবেন মাইন্ডফুলনেস?
4/8
তাড়াহুড়ো নয়, ধীরেসুস্থে আশপাশটা কখনও হেঁটে দেখেছেন? সময় নিয়ে কখনও হাঁটতে বেরিয়ে দেখতে পারেন। আশপাশের পরিবেশ সম্পর্কে হয়তো আরও বেশি সচেতন লাগবে নিজেকে।
5/8
ডুডলিং। এতে শরীর ও মন দুটিই তরতাজা থাকে, সৃজনশীল ভাবনার সঠিক ব্যবহার হয়।
6/8
খাবার সময়টা তাড়াহুড়ো নয়। প্রত্যেকটি গ্রাস, খাবারের স্বাদ, গন্ধ উপভোগের চেষ্টা করতে পারেন।
7/8
খাওয়া শুরুর আগে ডিপ ব্রিথিং করে নিন। এতে খিদের অনুভূতি সম্পর্কে আরও বেশি সচেতন হবেন।
8/8
ডুডলিংয়ের মতোই শরীর ও মনকে তরতাজা রাখতে সাহায্য় করতে পারে কালারিং। মন যাতে আরও বেশি করে প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করতে পারে, সেটিই সুনিশ্চিত করে মাইন্ডফুলনেস। (ছবি:PIXABAY)
Sponsored Links by Taboola