Dinesh Karthik Murali Vijay: 'বেস্ট ফ্রেন্ড' কার্তিকের স্ত্রীর সন্তানের বাবা বিজয়! ভারতীয় ক্রিকেটের বেনজির বিতর্ক
একটা সময় তাঁরা ছিলেন একে অপরের 'বেস্ট ফ্রেন্ড'। সেই দীনেশ কার্তিক ও মুরলী বিজয়ের মধ্যে এখন মুখ দেখাদেখি বন্ধ। কেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেপথ্যে রয়েছে বন্ধুত্ব, প্রেম ও প্রতারণার টানটান চিত্রনাট্য। যা হার মানাবে সিনেমার গল্পকেও।
ছোটবেলার বান্ধবী নিকিতা বাঞ্জারার সঙ্গে প্রেম, বিয়ে ডিকে-র। ২০০৭ সালে দুজনে সাত পাকে বাঁধা পড়েন। কার্তিকের বয়স তখন মাত্র ২১। রূপকথার মতো ছিল সেই বিয়ে।
তবে পরে বিরাট ধাক্কা খান কার্তিক। জানতে পারেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু মুরলী বিজয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে স্ত্রী নিকিতার।
পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, মুরলী বিজয়ের সন্তান গর্ভে ধারণ করেন নিকিতা। যা জানাজানি হতেই ২০১২ সালে নিকিতার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন ডিকে।
তবে এ নিয়ে কখনওই কার্তিক বা মুরলী বিজয় প্রকাশ্যে মুখ খোলেননি। কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।
দুজনই নতুন করে জীবন শুরু করেন। ডিকে বিয়ে করেন স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকলকে।
অন্যদিকে মুরলী বিজয় নিকিতাকে স্ত্রীর সম্মান দেন। বিয়ে সারেন দুজনে।
নিকিতার সঙ্গে তিক্ততা সরিয়ে রেখে দীপিকাকে নিয়ে এখন সুখে কাটছে ডিকের দিন। দম্পতিকে বিভিন্ন অনুষ্ঠানে খোশমেজাজে দেখা যায়।
যদিও কার্তিক ও বিজয়ের কাহিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত ঘটনাগুলির মধ্যে একটি হয়ে থেকে গিয়েছে। ছবি - ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -