Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
KKR in IPL: দলের শক্তি বাড়াতে ছোট নিলামে এই তারকাদের দিকে ঝাঁপাতে পারে কেকেআর
পঞ্জাব কিংস তাঁদের গত মরসুমের অধিনায়ক ময়ঙ্ক আগরওয়ালকে ছেঁটে ফেলেছে। ময়ঙ্ক কিন্তু বিশাল অভিজ্ঞ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতিতে ফর্ম তাঁর সঙ্গী না হলেও, তিনি অতীতে আইপিএলে প্রচুর ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন।
ওপেনার হিসাবে পল স্টার্লিংও কিন্তু মন্দ বিকল্প নন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি।
গোটা বিশ্বজুড়ে একাধিক টি-টোয়েন্টি লিগ মাতিয়েছেন স্টার্লিং। তিনি নাইটদের আবু ধাবি ফ্রাঞ্চাইজিরও অংশ বটে।
আট মরসুম পরে সানরাইজার্স হায়দরাবাদ ছেড়েছেন কেন উইলিয়ামসন। তাঁর রেকর্ড, অভিজ্ঞতা, সবই কিন্তু ঈর্ষণীয়।
নাইটরা কিন্তু কিউয়ি অধিনায়কের হয়ে নিলামে দর হাঁকাতেই পারে।
শেল্ডন জ্যাকসন, স্যাম বিলিংস ও বাবা ইন্দ্রজিৎ, কেকেআর তিন কিপারকে ছেড়ে দিয়েছে। সম্ভবত নতুন কিপার নেবে কেকেআর। কিপিং বিকল্প হিসাবে কেএস ভারত কিন্তু মন্দ বিকল্প নন।
ভারতের জার্সি গায়ে ইতিমধ্যেই মাঠে নেমেছেন তিনি। আইপিএলেও অতীতে তিনি মন্দ পারফর্ম করেননি।
সদ্যই বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা হয়েছেন স্যাম কারান। ফাইনালেও ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি।
কারান অলরাউন্ডার হওয়ায় নাইটদের ডেথ বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডারেও সহজেই খেলে দিতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -