IND vs IRE T20I: বুমরার প্রত্যাবর্তন, অভিষেক সিরিজে রিঙ্কু, আয়ারল্যান্ড সফরে নজরে এই ভারতীয় তারকারা
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল শিবম দুবেকে। দুরন্ত আইপিএল পারফরম্যান্সে ভর করেই দীর্ঘ তিন বছর পর আবার জাতীয় দলে ফিরেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ মরশুমের আইপিএলে শিবম ১৬ ম্যাচে তিনটি অর্ধশতরানসহ ৪১৮ রান করেছিলেন তিনি। বড় শট হাঁকাতে দক্ষ দুবের প্রত্যাবর্তনের দিকে নজর থাকবে।
শিবম দুবের আইপিএল সতীর্থ রুতুরাজ গায়কোয়াড় আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করলেও, জাতীয় দলের হয়ে তেমন বড় ইনিংস খেলতে পারেননি।
তবে এই সিরিজে তাঁকে সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ধারাবাহিকভাবে ওপেন করার সুযোগ পাবেন তিনি। ধারাবাহিক সুযোগকে তিনি কাজে লাগাতে পারেন, সেটা দেখার বিষয়।
গত বছর অগাস্টে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণকে। দীর্ঘদিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।
সামনেই বিশ্বকাপ, আয়ারল্যান্ড সিরিজে প্রসিদ্ধে ভাল পারফরম্যান্স ভারতীয় পেস ব্যাটারি নির্বাচনের ক্ষেত্রে বিকল্প বাড়াবে।
এবারের আইপিএলটা রিঙ্কু সিংহের ক্ষেত্রে স্বপ্নের মতোই ছিল। পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে সকলের নজরে আসলেও, রিঙ্কু কিন্তু গোটা টুর্নামেন্টেই দুরন্ত ব্যাটিং করেছেন।
জাতীয় দলের জার্সি গায়ে এটাই তাঁর প্রথম সুযোগ। দলের হয়ে ফিনিশারের ভূমিকায় নজর কাড়তে নিশ্চয়ই মুখিয়ে থাকবেন রিঙ্কু। তাঁর দিকে যে ভারতীয় সমর্থকদের নজর থাকবেই, তা বলা বাহুল্য।
সবশেষে যার কথা না বললেই নয়, তিনি এ সফরে ভারতীয় দলের অধিনায়ক যশপ্রীত বুমরা। প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরছেন বুমরা।
বিশ্বকাপের আগে দলের প্রিমিয়ার বোলারের ফিটনেসের দিকে গোটা দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -