Gautam Gambhir Birthday: শ্রীলঙ্কার আতঙ্ক ছিলেন, বিশ্বকাপ ফাইনালের নায়ক, জন্মদিনে ফিরে দেখা গম্ভীরের ক্রিকেট জীবন
ভারতীয় দলের কোচ তিনি। ক্রিকেটার হিসাবে যে রকম আগ্রাসী ছিলেন, কোচ হিসাবেও সেই পন্থা নিয়ে চলছেন গৌতম গম্ভীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোমবার, ১৪ অক্টোবর জন্মদিন গম্ভীরের। ৪৩ বছর পূর্ণ করলেন তিনি। জন্মদিনে ফিরে দেখা যাক গম্ভীরের ক্রিকেটীয় জীবন।
২০০৩ থেকে ২০১৬ - টানা ১৩ বছর দেশের হয়ে খেলে ১০৩২৪ আন্তর্জাতিক রান করেছেন গম্ভীর। টেস্টে ৪১৫৪ রান, ওয়ান ডে-তে ৫২৩৮ রান ও টি-২০ ক্রিকেটে ৯৩২ রান করেছেন।
শ্রীলঙ্কার কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭টি ওয়ান ডে ম্যাচ খেলে করেছিলেন ৬ সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫০.৫৪ গড়ে ১৬৬৮ রান রয়েছে গৌতির।
২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে প্রবল চাপের মুখে তাঁর ৯৭ রানের ইনিংস ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল। সেই ইনিংসও খেলেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধেই। বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত।
২০০৯ সালে পরপর পাঁচ টেস্টে সেঞ্চুরি করেছিলেন গম্ভীর। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নেপিয়ারে ১৩৭ রান দিয়ে শুরু, তারপর আরও চার টেস্টে সেঞ্চুরি করেন গম্ভীর।
আইপিএলেও সফল গম্ভীর। তাঁর নেতৃত্বে জোড়া আইপিএল ট্রফি জেতে কলকাতা নাইট রাইডার্স।
পরে মেন্টর হিসাবে ফিরেও কেকেআরের ট্রফি খরা কাটান গৌতি। ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয় শাহরুখ খান-জুহি চাওলার দল।
আইপিএলে মেন্টর হিসাবে সাফল্যের পরই জাতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন গম্ভীর। কোচ হিসাবেও নজর কাড়ছে গৌতির আগ্রাসী ক্রিকেটের মন্ত্র।
ভারতের কোচ হিসাবে এখনও পর্যন্ত চারটি সিরিজ খেলে তিনটি ট্রফি জিতেছেন গম্ভীর। জন্মদিনে ভাসলেন দেশ-বিদেশের শুভেচ্ছাবার্তায়। - পিটিআই ও গেটি ইমেজেস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -