Yusuf Pathan Birthday: জন্মদিনে ফিরে দেখা ইউসুফ পাঠানের রেকর্ডবুক
৪০-এ পা দিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের সময়কালে আগ্রাসী ব্যাটার হিসাবে সুখ্যাতি ছিল ইউসুফ পাঠানের। একাধিক ব্যাটিং রেকর্ডও রয়েছে তাঁর নামে।
ইউসুফ ২০০৭ সালের ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল এবং ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপজয়ী দল, উভয় দলেরই অংশ ছিলেন।
তিনি ভারতের জার্সিতে মোট ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১০৪৬ রান করার পাশাপাশি ৪৬টি উইকেটও নিয়েছেন।
রাজস্থান রয়্যালসের প্রথম আইপিএলজয়ী দলের অংশ ছিলেন ইউসুফ। রয়্যালসের জার্সি গায়ে ২০১০ সালে করা ৩৭ বলে শতরান, আজও ভারতীয় হিসাবে আইপিএলে দ্রুততম।
তিনবার আইপিএলজয়ী ইউসুফই একমাত্র ব্যাটার যিনি আইপিএলের ইতিহাসে ১৪০-র অধিক স্ট্রাইক রেট নিয়ে তিন হাজারের অধিক রান করেছেন।
ওই বছরেই আইপিএলে মাঠে নামার আগে ইউসুফ বিজয় হাজারে ট্রফিতেও দুরন্ত ছন্দে ছিলেন। তিনি মাত্র ৪০ বলে মহারাষ্ট্রের বিরুদ্ধে শতরান করেছিলেন। ভারতীয় হিসাবে এটিই লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরান।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের হয়ে ২০১৪ সালে ইডেন গার্ডেন্সে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন ইউসুফ। আজও যুগ্মভাবে তা আইপিএলের দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান।
ভারতীয় হিসাবে ৫১ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরান ও ১৮ বলে লিস্ট এ ক্রিকেটে ১৮ বলে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করার রেকর্ডও রয়েছে ইউসুফের দখলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -