ICC Ranking: আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়ে ইতিহাসে নাম তুললেন গুরবাজ়
ইতিহাসে নাম তুলে ফেললেন আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। যা জেনে উচ্ছ্বসিত হতে পারেন কলকাতা নাইট রাইডার্সের ভক্তরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআফগান তারকা আইপিএলে খেলেন কেকেআরের হয়ে। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই পরিচিত তিনি।
বুধবার প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন গুরবাজ। তারপরই তাঁকে নিয়ে হইচই পড়ে গিয়েছে।
কেন? আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম দশে জায়গা করে নিলেন তিনি।
শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে শোরগোল ফেলে দিয়েছে আফগানিস্তান। সেই জয়ের অন্যতম নায়ক গুরবাজ।
গোটা সিরিজে ডাকাবুকো ব্যাটিং করেছেন গুরবাজ। তারপরই ব়্যাঙ্কিংয়ে উন্নতি তাঁর।
আইসিসি ওয়ান ডে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক লাফে ১০ ধাপ ওপরে উঠে এসেছেন গুরবাজ।
ব্যাটারদের মধ্যে আপাতত ব্যাটারদের তালিকায় ৮ নম্বরে রয়েছেন গুরবাজ।
আইসিসি ওয়ান ডে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ের প্রথম তিন জায়গায় অবশ্য ভারতের ত্রয়ী।
শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। পরের দুটি জায়গায় শুভমন গিল ও বিরাট কোহলি। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -