IND vs AUS 3rd Test: তৃতীয় টেস্টে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে কে? অনুশীলনেই কি মিলল ইঙ্গিত?
কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। ইনদওরের হোলকার স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাচের আগে খোশমেজাজে অনুশীলন করলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।
অনুশীলনে ফুরফুরে বিরাট কোহলিকে ফুটবল খেলার পাশাপাশি ফিল্ডিং অনুশীলনে দুরন্ত ক্যাচও ধরতে দেখা যায়।
তবে তৃতীয় টেস্টের আগে ভারতের ওপেনিং পজিশন নিয়ে প্রবল জল্পনা। রাহুলের থেকে সহ-অধিনায়কের পদও কেড়ে নেওয়া হয়েছে।
রাহুল না শুভমন গিল, কে সুযোগ পাবেন সেই নিয়ে জল্পনা প্রবল। রাহুলের ফর্ম একেবারেই ভাল নয়, অপরদিকে গিল স্বপ্নের ফর্মে রয়েছেন।
খবর অনুযায়ী, ভারতের ঐচ্ছিক অনুশীলনে গিল ও রোহিত উভয়েই অনুশীলন সারেন।
তৃতীয় টেস্টে ফের একবার নজর থাকবে ভারতীয় স্পিনারদের ওপর। এই সিরিজে এখনও পর্যন্ত আর অশ্বিন ১৪টি ও জাডেজা ১৭টি উইকেট নিয়েছেন।
তুলনামূলকভাবে অক্ষর পটেল বল হাতে তেমন প্রভাব ফেলতে পারেননি। তিনি মাত্র একটি উইকেটই নিয়েছেন। তবে ব্যাট হাতে ইতিমধ্যেই দুইটি অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন তিনি।
প্রসঙ্গত, রঞ্জি ফাইনাল খেলার জন্য জয়দেব উনাদকাটকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। ফাইনালে সৌরাষ্ট্রের হয়ে ট্রফি জিতে ফের একবার ভারতীয় দলে যোগ দিয়েছেন বাঁ-হাতি বোলার।
গোটা অনুশীলনে সকলের ওপর কড়া নজর রেখেছিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। অধিনায়ক রোহিতের সঙ্গে পিচ পর্যবেক্ষণ করতেও দেখা যায় দ্রাবিড়কে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -