IND vs AUS 4th Test: স্মিথদের দাপট, কনস্টাস-কোহলির তর্কাতর্কি, বুমরার অনবদ্য বোলিং, জমজমাট চতুর্থ টেস্টের প্রথম দিন
বক্সিং ডে টেস্টের জন্য একাদশে এক বদল ঘটিয়ে মাঠে নামে ভারতীয় দল। শুভমন গিলের পরিবর্তে সুযোগ পান ওয়াশিংটন সুন্দর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে টসে হারেন রোহিত, প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
ম্য়াচে নিজের অভিষেক ঘটানো স্যাম কনস্টাসের দিকে সকলেরই নজর ছিল। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং সকলকে চমকে দেয়। বুমরার বিরুদ্ধে রিভার্স স্কুপ মারতে পর্যন্ত পিছপা হননি তিনি।
তিনি অর্ধশতরান হাঁকান। তবে এই ইনিংসের শুরুর দিকেই কোহলি ও কনস্টাস মাঠের মাঝে তর্কাতর্কিতে জড়ান। কোহলি কার্যত ইচ্ছা করেই অজ়ি তরুণকে ধাক্কা দেওয়ায় সমালোচিতও হন।
কনস্টাসকে ৬০ রানে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন রবীন্দ্র জাডেজা। তবে এতে অজ়িদের রানের গতি থামেনি।
উসমান খাওয়াজা ও মার্নাস লাবুশেন, উভয়েই দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকান। এরপরেই গাব্বার পুনরাবৃত্তি।
মহম্মদ সিরাজ ৪৩তম ওভারে বেল অদল বদল করেন। তার ১২ বল পার হতে না হতেই সেট খাওয়াজা ৫৭ রানে বুমরার শিকার হন।
লাবুশেন নিজের অর্ধশতরান পূরণ করে বড় শট মারতে গিয়ে আউট হন। এরপরেই বুমরা ম্যাজিক।
সিরিজ়ে বিধ্বংসী ফর্মে থাকা ট্র্যাভিস হেডকে খাতা খোলার আগেই ফেরান বুমরা। মিচেল মার্শের সংগ্রহ চার রান।
অপরদিকে, উইকেট পড়লেও, স্মিথ কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকেন। তাঁর সংগ্রহ ৬৮। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬। ছবি: আইসিসি, এমসিজি, বিসিসিআই ফেসবুক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -