IND vs BAN: ঈশানের রেকর্ড, শেষ ওয়ান ডে ম্যাচে টাইগার বধ ভারতের
ABP Ananda
Updated at:
10 Dec 2022 10:22 PM (IST)
![IND vs BAN: ঈশানের রেকর্ড, শেষ ওয়ান ডে ম্যাচে টাইগার বধ ভারতের IND vs BAN: ঈশানের রেকর্ড, শেষ ওয়ান ডে ম্যাচে টাইগার বধ ভারতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/d0096ec6c83575373e3a21d129ff8fef1dc09.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
1
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ২২৭ রানে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![IND vs BAN: ঈশানের রেকর্ড, শেষ ওয়ান ডে ম্যাচে টাইগার বধ ভারতের IND vs BAN: ঈশানের রেকর্ড, শেষ ওয়ান ডে ম্যাচে টাইগার বধ ভারতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/799bad5a3b514f096e69bbc4a7896cd90dec0.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
2
রেকর্ড গড়ে দ্বিশতরান হাঁকালেন ঈশান কিষাণ। মাত্র ১২৬ বলে দ্বিশতরান করেন তিনি।
![IND vs BAN: ঈশানের রেকর্ড, শেষ ওয়ান ডে ম্যাচে টাইগার বধ ভারতের IND vs BAN: ঈশানের রেকর্ড, শেষ ওয়ান ডে ম্যাচে টাইগার বধ ভারতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/c5655d3c70a89ced0554702a0638e6c187529.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
3
রোহিত শর্মাকে পিছনে কণিষ্ঠতম ব্যাটার হিসাবে ২৪ বছর ১৪৫ দিনে দ্বিশতরানটি করেন তিনি। রোহিত ২৬ বছর ১৮৬দিনে নিজের প্রথম ওয়ান ডে দ্বিশতরানটি করেছিলেন।
4
ঈশানের সঙ্গে এদিন শতরান হাঁকান বিরাট কোহলি। তিনি ৯১ বলে ১১৩ রানের ইনিংস খেলেন।
5
প্রথমে ব্যাট করে বোর্ডে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান তুলে নিয়েছিল ভারতীয় দল।
6
জবাবে ব্য়াট করতে নেমে ৩৪ ওভারে ১৮২ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ম্যাচ হারলেও সিরিজ আগেই জিতে গিয়েছিল বাংলাদেশ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -