IND vs NZ: বৃষ্টির জেরে তৃতীয় টি-টোয়েন্টি টাই হওয়ায় ১-০ সিরিজ জিতল ভারত
এদিন বৃষ্টির জেরে ম্যাচ এমনিই নির্ধারিত সময়ের পরে শুরু হয়। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে টিম সাউদি কিউয়িদের হয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাওয়ার প্লেতে নিউজিল্যান্ড ৪৬ রান তুললেও, ভারতীয় দল দুই উইকেট নিতে সক্ষম হয়।
কিউয়িদের হয়ে এরপরে ইনিংসের হাল ধরেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপ্স। দুইজনে যথাক্রমে ৫৯ ও ৫৪ রান করেন।
ফিলিপ্স ও কনওয়ের ৮৬ রানের পার্টনারশিপ ভাঙেন মহম্মদ সিরাজই। তিনি ম্য়াচে মোট চারটি উইকেট নেন।
অর্শদীপ সিংহও চার উইকেট নেন। ১৪ রানে শেষ সাত উইকেট হারিয়ে ১৬০ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
অবশ্য বল হাতে কিউয়িরাও দুর্দান্তভাবে শুরুটা করেন। ২১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতও।
গত ম্যাচে শতরানকারী সূর্যকুমার যাদবও এদিন ১৩ রানের বেশি দলের স্কোরে যোগ করতে পারেননি।
নয় ওভার পরে ম্যাচ স্থগিত হয়ে যায়। ডার্কওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী তখন ম্যাচ সমতায় ছিল। ভারতের স্কোর ছিল ৭৫/৪।
ফলে ম্যাচ টাই হয়। অবশ্য এই ম্যাচ টাই হলেও, গত ম্যাচ জেতায় ১-০ সিরিজ নিজেদের নামে করে ভারত।
সিরিজ সেরা ঘোষণা করা হয় গত ম্যাচে শতরানকারী সূর্যকুমার যাদবকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -