IND vs SA 1st Test: প্রথম টেস্টেই বিশ্বরেকর্ড গড়ার হাতছানি কোহলির সামনে, বিশেষ তালিকায় নাম লেখাতে পারেন অশ্বিনও
বিশ্বকাপ ফাইনাল হারের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্য়াচ দিয়েই নিজের আন্তর্জাতিক প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বিরাট কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বাভাবিকভাবেই কোহলির দিকে সকলের নজর থাকবেন। আর নিজের এই প্রত্যাবর্তন ম্যাচেই বিশ্বরেকর্ড গড়ার হাতছানি বিরাট কোহলির সামনে।
বিরাট কোহলি আর মাত্র ৬৬ রান করলেই ২০২৩ সালে দুই হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পার করে ফেলবেন।
এক ক্যালেন্ডার বর্ষে কোহলি সেক্ষেত্রে সপ্তম কোনও ক্যালেন্ডার বর্ষে দুই হাজার রানের গণ্ডি পার করবেন।
'কিং কোহলি' ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে দুই হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পার করেছিলেন। এটি যুগ্মভাবে সর্বকালের সর্বাধিক।
কোহলির পাশাপাশি কুমার সাঙ্গাকারাও ছয়বার এক ক্যালেন্ডার বর্ষে দুই হাজার রান করেছেন। কোহলির সামনে শ্রীলঙ্কান কিংবদন্তিকে পিছনে ফেলে এককভাবে সেই রেকর্ড নিজের নামে করার সুযোগ রয়েছে।
পাশাপাশি কোহলি আর ১৭১ রান করলেই রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সহবাগকে পিছনে ফেলে ভারতীয় হিসাবে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রাহক হয়ে যাবেন।
প্রথম টেস্ট ম্যাচে জাডেজা চোট পাওয়ায় একাদশে সুযোগ পেয়েছেন আর অশ্বিন। তাঁর সামনেও বিশেষ তালিকায় নিজের নাম লেখানোর সুযোগ রয়েছে।
১১টি উইকেট নিলেই মাত্র নবম বোলার এবং দ্বিতীয় দ্রুততম হিসাবে ৫০০টি টেস্ট উইকেট নিয়ে ফেলবেন অশ্বিন।
প্রসঙ্গত, প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতের হয়ে ম্যাচে নিজের টেস্ট অভিষেক ঘটাচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -