Rohit Sharma: আন্তর্জাতিক ম্যাচ, প্র্যাক্টিস করতে নামছি না, সিটবেল্ট বেঁধে নিলেন রোহিত
টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। ৩ ম্যাচের সিরিজ ৩-০ জিতেছে টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামছে ভারত। যে সিরিজে ভারতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
ওয়ান ডে ক্রিকেটে শ্রীলঙ্কা একেবারেই ছন্দে নেই। সম্প্রতি পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ধারাবাহিকতা দেখাতে পারছে না শ্রীলঙ্কা।
আইসিসি ওয়ান ডে দলের ব়্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে গিয়েছিল শ্রীলঙ্কা। যে কারণে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করতে পারেনি শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। তবে ঢিলেমি দিতে নারাজ ক্রিকেটারেরা।
টি-২০ বিশ্বকাপ জেতার পর ফের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মাকে। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেও ওয়ান ডে ফর্ম্যাটে রোহিতই ভারতের অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই মোটেও সহজ হবে না, জানিয়ে দিয়েছেন হিটম্যান।
রোহিত বলেছেন, 'শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ নিয়ে অনেক কথা হচ্ছে। তবে মনে করিয়ে দিতে চাই, আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছি। প্র্যাক্টিস ম্যাচ খেলতে নয়।'
রোহিত জানিয়েছেন, এই সিরিজে ভারতীয় দল পরীক্ষা নিরীক্ষা করতে চায়। তবে এটা মাথায় রেখে যে, দেশের প্রতিনিধিত্ব করতে নেমে সকলে যেন মাঠে নিজের সেরাটা দেন।
রোহিত বলেছেন, 'আমরা হয়তো কোনও বোলারকে বললাম তোমার থেকে এটা চাই। বা কোনও ব্যাটারকে বললাম এটা এভাবে করে দেখতে পারো। কিন্তু ভারতীয় দলের ক্রিকেটের একটা মান রয়েছে আর সেটার সঙ্গে কোনও আপস করা হবে না।'
রোহিত নিজে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে এখনও যেন নিজেরই সেটা বিশ্বাস হচ্ছে না। রোহিত জানিয়েছেন, তাঁর মনে হচ্ছে যে, তিনি যেন টি-২০ ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন মাত্র। ছবি - বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -