Rishabh Pant Record: ধোনিকে ছুঁলেন, পন্থের সামনে গিলক্রিস্টকে পেরিয়ে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি
উইকেটকিপার ব্যাটার হিসাবে একটি বিশ্বরেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। টেস্টে ১৭টি সেঞ্চুরি রয়েছে গিলক্রিস্টের। যা উইকেটকিপারদের মধ্যে সর্বোচ্চ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকায় দুই নম্বরে রয়েছেন জিম্বাবোয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার। ১০০ টেস্ট ইনিংসে ১২টি সেঞ্চুরি রয়েছে ফ্লাওয়ারের।
তালিকায় তিন নম্বরে ইংল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার লেস আমেস। ৮টি টেস্ট সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।
দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স রয়েছেন তালিকার চারে। ৩৯ ইনিংসে ৭টি টেস্ট সেঞ্চুরি রয়েছে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রির।
শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারারও রয়েছে ৭টি টেস্ট সেঞ্চুরি। তবে ইনিংসের সংখ্যা বেশি লাগায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি।
১০১ ইনিংসে ৭টি সেঞ্চুরি করে নিউজ়িল্যান্ডের বি জে ওয়াটলিং রয়েছেন এই তালিকায় ৬ নম্বরে।
ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার ম্যাট প্রায়রেরও ৭টি টেস্ট সেঞ্চুরি রয়েছে। ১২৩ ইনিংসে ৭টি সেঞ্চুরি করে তালিকায় সাতে তিনি।
৮৭ ইনিংসে ৬টি সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক রয়েছেন এই তালিকায় আট নম্বরে।
ভারতীয়দের মধ্যে উইকেটকিপার ব্যাটার হিসাবে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল মহেন্দ্র সিংহ ধোনির। ৬টি সেঞ্চুরি করেছিলেন ধোনি। উইকেটকিপার হিসাবে ৬টি করে টেস্ট সেঞ্চুরি রয়েছে পাকিস্তানের কামরান আকমল, বাংলাদেশের মুশফিকুর রহিম ও ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্টেরও।
ধোনির সেই রেকর্ডে ভাগ বসালেন পন্থ। টেস্টে ৬টি সেঞ্চুরি করলেন। তামিম ইকবাল, পার্থিব পটেলদের পূর্বাভাস, টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করে উইকেটকিপার হিসাবে বিশ্বরেকর্ড গড়বেন পন্থ। ছবি - পিটিআই, আইসিসি ও গেটি ইমেজেস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -