India vs Bangladesh: চুরমার বাংলাদেশ, এশিয়া কাপে ভারতের বিরাট জয়ে রেকর্ডের ছড়াছড়ি
বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার শ্রীলঙ্কার মাটিতে, ডাম্বুলার রণগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ৮০/৮ স্কোরে আটকে গিয়েছিল বাংলাদেশ।
রেণুকা সিংহ ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে নেন ৩ উইকেট। একটি মেডেন ওভারও করেছেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন।
৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন রাধা যাদবও। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ ওভারে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যপূরণ ভারতের। ৫৪ বলের খেলা তখনও বাকি ছিল।
স্মৃতি মান্ধানা ৫৫ ও শেফালি বর্মা ২৬ রানে অপরাজিত ছিলেন। দুই ওপেনারেই বাজিমাত ভারতের।
রেকর্ড সংখ্যক, মোট ৯ বার এশিয়া কাপের ফাইনালে খেলবে ভারতের মহিলা দল। যে কৃতিত্ব এশিয়ার আর কোনও দলের নেই।
রেকর্ড সংখ্যক সাতবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার অষ্টম খেতাব জয়ের সুযোগ।
ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবেন হরমনপ্রীত কৌররা।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। চার ম্যাচ খেলে চারটিতেই জিতেছে। - বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -