Rishabh Pant Injury: অস্ত্রোপচার হওয়া হাঁটুতেই চোট, মাঠ ছাড়তে হল পন্থকে, প্রবল দুশ্চিন্তায় ভারতীয় শিবির
একেই যেন বলে মরার ওপর খাঁড়ার ঘা। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বারত বনাম নিউজ়িল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন চালকের আসনে কিউয়িরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের প্রথম ইনিংস মাত্র ৪৬ রানে গুটিয়ে দিয়ে সর্বকালীন লজ্জা উপহার দিয়েছে নিউজ়িল্যান্ড। এটাই দেশের মাটিতে টেস্টে কোনও এক ইনিংসে ভারতের সর্বনিম্ন স্কোর।
ভারতের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ঋষভ পন্থ। সেই পন্থ, যিনি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর অলৌকিকভাবে মাঠে ফিরেছেন। ভারতের জার্সিতে জিতেছেন টি-২০ বিশ্বকাপ।
কিন্তু বৃহস্পতিবার বিকেলের দিকে একটি ছবি ভারতীয় শিবিরকে উদ্বেগে ফেলে দিয়েছে। অস্ত্রোপচার হওয়া ডানহাঁটুতেই ফের চোট পেয়েছেন পন্থ।
চোট এতটাই গুরুতর যে, মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় পন্থকে। তাঁর পরিবর্তে নিউজ়িল্যান্ড ইনিংসের শেষের দিকে উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল।
কী হয়েছে পন্থের? চা পানের বিরতির পর রবীন্দ্র জাডেজার একটি বল খেলতে গিয়ে ফস্কান ডেভন কনওয়ে।
সেই বলটি পন্থও ঠিকমতো গ্রিপ করতে পারেননি। সেটি গিয়ে আছড়ে পড়ে তাঁর ডান হাঁটুতে।
যন্ত্রণায় কুঁকড়ে ওঠেন পন্থ। মাঠে ফিজিও এসে শুশ্রূষা করলেও, দাঁড়াতে পারেননি তিনি। সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন।
দিনের খেলার শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিকদের জানান, গাড়ি দুর্ঘটনায় পন্থের যে হাঁটু গুরুতর জখম হয়েছিল, একাধিক অস্ত্রোপচার করতে হয়েছিল, সেই হাঁটুতেই চোট পেয়েছেন পন্থ। তাঁর হাঁটু বেশ ফুলে রয়েছে।
রোহিত জানিয়েছেন, পেশিতে চোট লেগেছে। সব রকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে পন্থ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারবেন কি না, সে নিয়ে কিছু জানাননি রোহিত। - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -