Indian Cricket Team: দেশে ফিরল টিম ইন্ডিয়া, বিশ্বজয়ী পন্থ, কোহলিদের স্বাগত জানাতে এলাহি আয়োজন
হারিকেন বেরিলের জেরে বিশ্বজয়ের পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই বেশ কয়েকদিন আটকে ছিল ভারতীয় ত্রিকেট দল। তবে মঙ্গলবারই ক্যারিবয়ান দ্বীপপুঞ্জে রোহিতদের আনতে পৌঁছে গিয়েছিল বিশেষ বিমান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅবশেষে ঘরে ফিরল টিম ইন্ডিয়া। বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরলেন রোহিতরা।
সাত সকালেই বিমানবন্দরে অবতরণ করে ভারতীয় দলের বিশেষ বিমান।
শুধু ভারতীয় তারকা ক্রিকেটাররা নন, বুমরাদের সঙ্গে একই বিমানে করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আটকে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিক এবং ভারতীয় মিডিয়াকেও দেশে ফেরানো হয়েছে।
বিশ্বকাপ নিয়ে ফেরা টিম ইন্ডিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে সমর্থকদের ঢল। ভোররাত থেকেই নয়াদিল্লি বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন টিম ইন্ডিয়া অনুরাগীরা।
নয়াদিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩ দিয়ে কোহলিরা বাইরে বেরিয়ে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সমর্থকরা।
বিমানবন্দর থেকেই বাসে করে টিম হোটেলের উদ্দেশে রওনা দেন হার্দিক পাণ্ড্য, রাহুল দ্রাবিড়রা।
সকালটা নয়াদিল্লির পাঁচতারা হোটেলেই কাটাবে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার জন্য বিশেষ কেক থেকে প্রাতঃরাশ, হরেক রকেমের আয়োজন রয়েছে নয়াদিল্লির হোটেলে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবে ভারতীয় দল। তারপর আজ দুপুরেই আবার মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন বিরাট কোহলিরা।
বিশেষ শোভাযাত্রার পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সম্বর্ধনা দেওয়া হবে ভারতীয় দলকে। তুলে দেওয়া হবে ১২৫কোটি টাকার বিরাট পুরস্কারমূল্য। ইতিমধ্যেই মুম্বইয়ের রোড শোয়ে টিম অনুরাগীদের উপস্থিত থাকার জন্য অধিনায়ক রোহিত শর্মা আবেদনও করেছেন। বিশ্বজয়ীর শহরে আসার প্রহর গুনছে মায়ানগরী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -