IND vs IRE: আয়ারল্যান্ড পাড়ি দিল বুমরার নেতৃত্বাধীন ভারতীয় দল
নিজেদের পরবর্তী সিরিজে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। ১৮ অগাস্ট থেকে শুরু সেই সিরিজ। সিরিজের আগে আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দিল টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়েস্ট ইন্ডিজ় সিরিজে খেলা সিংহভাগ ক্রিকেটাররা আইরিশদের বিরুদ্ধে সিরিজে নেই। একেবারেই তরুণ এক দলকে খেলতে দেখা যাবে আইরিশদের বিরুদ্ধে।
সামনেই এশিয়া কাপ, বিশ্বকাপ। খেলোয়াড়দের খানিকটা বিশ্রাম দিতে এবং তাঁদের ওয়ার্কলোড ম্যানেজ করার উদ্দেশ্যেই দ্বিতীয় সারির এক ভারতীয় দলকে এই সিরিজের জন্য বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকরা।
ভারতীয় দলকে এই সিরিজে নেতৃত্ব দিতে দেখা যাবে যশপ্রীত বুমরাকে। বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
গত বছরের অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে আর কোনও ম্যাচই খেলেননি তিনি। পিঠের চোটে ভুগছিলেন তিনি। রিহ্যাব সম্পূর্ণ করে অবশেষে এই আয়ারল্যান্ড সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বুমরা।
বুমরার পাশাপাশি আরেক তারকা ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণও দীর্ঘ সময় পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন। তাঁর দিকেও নজর থাকবে সকলের
আর এই সিরিজে ভারতীয় দলে আইপিএলে নিজের অসামান্য পারফরম্যান্সে সকলের মন জিতে নেওয়া রিঙ্কু সিংহও রয়েছেন।
তাঁর সামনে আন্তর্জাতিক অভিষেক ঘটানোর সুযোগ রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -