IND vs AUS: একেই হার, তার ওপর আবার অ্য়াডিলেডে রোহিতের নেতৃত্বে এই লজ্জার রেকর্ডও টিম ইন্ডিয়া
নিজে খারাপ ফর্মে। অধিনায়ক হিসেবেও চূড়ান্ত ব্যর্থ। রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া এবার লজ্জার রেকর্ড গড়ল অ্য়াডিলেডে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোটা ম্য়াচে ভারতীয় বোলারদের প্রতি নির্দয় ছিলেন অজি ব্যাটাররা। প্রথম ইনিংসে মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড বুমরা ছাড়া কোনও ভারতীয় বোলারকেই রেয়াত করেননি।
ম্য়াচে ব্যাট হাতে দুই ইনিংসেই দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তরুণ নীতিশ রেড্ডি। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা রেড্ডি ২ ইনিংসেই ৪২ রান করেছেন। বেশ প্রশংসনীয় শট খেলেছেন তিনি।
ম্য়াচে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে অ্যাডিলেড ম্য়াচই সবচেয়ে কম বলের খেলা হল।
অ্যাডিলেড টেস্টে দুটো দলই দুবার করে ব্যাটিং করেছে। তবুও মাত্র ১০৩১ বলের খেলা হয়েছে। এই দুই দেশের ম্য়াচে এত কম বল খেলে খেলার ফল নির্ধারণ হয়েছে, এমনটা আগে হয়নি।
ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র কিছুটা বেগ দিয়েছিলেন জসপ্রীত বুমরা। কিন্তু তিনি কারও সাহায্য সেভাবে পাননি। বুমরা ৪ উইকেট নেন।
মহম্মদ সিরাজও প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। কিন্তু রান সেভাবে আটকাতে পারেননি। তবে ট্রাভিস হেডের উইকেট সিরাজেই শিকার।
রোহিত শর্মা অধিনায়ক হিসেবে আরও একটি লজ্জার রেকর্ড গড়েছেন। দত্ত গায়কোয়াড, এম এস ধোনি ও বিরাট কোহলির সঙ্গে একই তালিকায় নাম লিখিয়েছেন।
গায়কোয়াড ১৯৫৯ সালে, ধোনি ২০১১ ও ২০১৪ আর বিরাট ২০২০-২১ আগের তিন অধিনায়ক যাঁরা টানা চার টেস্টে হেরেছেন।
অ্য়াডিলেডে ম্য়াচে অস্ট্রেলিয়ার জয়, ভারতের হার সবকিছু ছাপিয়ে গিয়েছিল হেড ও সিরাজের ডুয়েল। বারবার শিরোনামে উঠেছেন ২ তারকা ক্রিকেটার। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু তৃতীয় টেস্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -