T20 World Cup 2024: টিম ইন্ডিয়ার বিশ্বজয়ের আনন্দে আতসবাজি ফাটিয়ে, ঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মাতল গোটা দেশ
হার্দিক পাণ্ড্যর শেষ বলের পরে প্রথমে হাঁটু মুড়ে বসে পড়লেন। তারপর মাটিতে শুয়ে পড়ে ভাসলেন আবেগে। তিনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিগত ১৩ মাসে দুইবার আইসিসি ট্রফি হাতছাড়া হওয়ার পর অবশেষে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে আইসিসি ট্রফি জয়ের খরা কাটাল টিম ইন্ডিয়া।
ভারতীয় দলের জয়ে শুধু রোহিত নয়, আবেগে ভাসল গোটা দেশ।
ঘড়ির কাটায় তখন প্রায় মধ্যরাত। তবে রাস্তাঘাটের ছবিটা দেখে তা বোঝার জো নেয়। ১৭ বছর পর যে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফিরে এসেছে ভারতে।
কলকাতা থেকে হায়দরাবাদ। দেশের বিভিন্ন প্রান্তে ছবিটা অভিন্ন।
টিম ইন্ডিয়ার বিশ্বজয়ের আনন্দে রাস্তায় জনসমাগম।
আতসবাজি ফাটিয়ে, ঢোল বাজিয়ে চলল বিশ্বজয়ের আনন্দ উদযাপন।
জনগণের সঙ্গে উচ্ছ্বাসে ভাসলেন মধ্যপ্রদেশের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী বিশ্বাস কৈলাশ সারঙও।
এবার টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী তারকাদের কেবল দেশে ফেরার পালা। তাঁদেরও নিশ্চয়ই রাজকীয় মেজাজে স্বাগত জানাতে প্রস্তুত থাকবে গোটা দেশ।
বিশ্বজয়ী ভারতীয় দলে কবে দেশে ফেরে এবার সেটাই দেখার বিষয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -