Jemimah Rodrigues: ক্লাব ভাড়া করে ধর্মীয় অনুষ্ঠান জাতীয় দলের ক্রিকেটারের বাবার? তুঙ্গে বিতর্ক
ক্রিকেট মাঠে জেমাইমা রড্রিগেজের সময়টা ভাল যাচ্ছে না। মহিলাদের টি-২০ বিশ্বকাপে নজরকাড়া কিছু করতে পারেননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাঠের বাইরেও মুম্বইয়ের ক্রিকেটারকে বিপাকে পড়তে হল। তাঁকে ও তাঁর পরিবারকে কেন্দ্র করে শুরু হল বিতর্ক।
খ্রীস্টান ধর্মাবলম্বী জেমাইমা। অভিযোগ উঠেছে, মুম্বইয়ের খাড় জিমখানা ক্লাবের ব্যাঙ্কোয়েট হল ভাড়া করে ধর্মান্তকরণ করছিলেন জেমাইমার বাবা ইভান।
এ-ও জানা যায় যে, খাড় জিমখানা গোটা ঘটনার কথা উপলব্ধি করে জেমাইমার সদস্যপদ খারিজ করে দিয়েছে।
সব মিলিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভারতীয় ক্রিকেটমহলে। ধর্মীয় কারণে কোনও ভারতীয় ক্রিকেটার বিতর্কে জড়িয়েছেন, এরকম নজির বড় একটা নেই।
পরে অবশ্য খাড় জিমখানা ক্লাবের প্রেসিডেন্ট বিবেক দেবনানি জানান যে, জেমাইমার বাবার বিরুদ্ধে ক্লাবের ব্যাঙ্কোয়েট ভাড়া করে ধর্মান্তকরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
গোটাটাই ক্লাবের বিরোধী গোষ্ঠীর চক্রান্ত বলে পাল্টা বিবৃতি দিয়েছেন খাড় জিমখানা ক্লাবের প্রেসিডেন্ট।
সামনেই ক্লাবের নির্বাচন রয়েছে আর দেবনানির কথায়, সেই কারণেই এই বিতর্ক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।
২০২৩ সালে মুম্বইয়ের বহু পুরনো ও ঐতিহ্যশালী এই ক্লাবের সাম্মানিক সদস্যপদ পেয়েছিলেন জেমাইমা।
২৪ বছরের জেমাইমা জাতীয় দল ছাড়াও ডব্লিউপিএল, বিগ ব্যাশ লিগ সহ অন্যান্য অনেক টুর্নামেন্টেই খেলেন। ছবি - পিটিআই ও জেমাইমার ফেসবুক থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -