Jhulan Goswami Birthday: ৪০-এ পা দিলেন ঝুলন, এক নজরে ফিরে দেখা কিংবদন্তির কেরিয়ার
আজ ৪০-এ পা দিলেন ঝুলন গোস্বামী। আজ থেকে ঠিক এক মাস আগে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহিলাদের ওয়ান ডে ক্রিকেটে ঝুলনই সর্বাধিক ২৫৫টি উইকেট নিয়েছেন। সর্বকালের সর্বাধিক, ৩৫৫টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর দখলে
ওয়ান ডেতে সর্বাধিক ২৬৫টি মেডেন ওভার করার রেকর্ড ঝুলনের দখলে। তিনি একমাত্র মহিলা বোলার হিসাবে আন্তর্জাতিক ওয়ানডেতে ১০ হাজারটি বল করেছেন।
টেস্ট এবং ওয়ান ডেতে তিনিই এলবিডব্লুর দ্বারা সর্বাধিক উইকেট নিয়েছেন।
মহিলাদের বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়েছেন ভারতের প্রাক্তন তারকা ফাস্ট বোলার।
ওয়ান ডেতে সর্বাধিক ১৭ বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডও রয়েছে ঝুলনের দখলে।
ওয়ান ডেতে ঝুলনের দখলে ১০০০ রান, ৫০টি ক্যাচ ও উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব রয়েছে।
তিনি সবথেকে কম বয়সে টেস্টে এক ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -