ODI Record: ওয়াংখেড়েতে অনবদ্য শতরানে ইতিহাসের পাতায় নাম লেখালেন কিপার-ব্যাটার ডি'কক
যুবরাজ সিংহের মতো এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত জসকরণ মলহোত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কিপার-ব্যাটার পাপুয়া নিউ গিনির বিুরুদ্ধে ২০২১ সালে অপরাজিত ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন।
চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় ওয়ান ডে শতরানটি হাঁকিয়েছেন কুইন্টন ডি'কক।
ওয়াংখেড়েতে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর অনবদ্য ১৭৪ রানের ইনিংসটা তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।
২০২০ সালে বাংলাদেশ তারকা লিটন দাস জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৪৩ বলে ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন।
১৬টি চার ও আটটি ছক্কায় সাজানো লিটনের এই ইনিংস তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
চতুর্থ স্থানের মতো তালিকায় দ্বিতীয় স্থানেও রয়েছেন ডি'ককই।
২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬টি চার ও ১১টি ছয়ে সাজানো ১৭৮ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকান তারকা সকলকে মুগ্ধ করেছিলেন।
তালিকায় এক নম্বরে আর কেউ নন মহেন্দ্র সিংহ ধোনি। তরুণ ধোনির ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা অপরাজিত ১৮৩ রানের ইনিংস আজও সকলের স্মৃতিতে অমলিন।
এটিই ওয়ান ডের ইতিহাসে কোনও কিপারের খেলা সর্বোচ্চ রানের ইনিংস। ধোনি এই ইনিংসের সুবাদে একা হাতেই দলকে জয় এনে দিয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -