KL Rahul Birthday: জন্মদিনে এক নজরে রাহুলের দুরন্ত কিছু রেকর্ড
ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। টেস্ট হোক, টি-টোয়েন্টি বা ওয়ান ডে সব ফর্ম্যাট খেলা গুটিকয়েক ক্রিকেটারের অন্যতম কেএল রাহুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই রাহুলই আজ, ১৮ এপ্রিল ৩২-এ পা দিলেন।
ওপেনিং হোক, মিডল অর্ডারে ব্যাটিং করা, কিপিং করা, দলের প্রয়োজনে এক কথায় সব করতে রাজি তিনি। ভরসার অপর নামই যেন কেএল রাহুল।
এক নজরে তাঁর কেরিয়ারের অনবদ্য কিছু রেকর্ড দেখে নেওয়া যাক।
২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৪টি ক্যাচ নিয়েছিলেন। এটাই এক টেস্ট সিরিজ়ে কোনও খেলোয়াড়ের নেওয়া সর্বোচ্চ ক্যাচ।
ওই সিরিজ়েই একটি টেস্টে সাতটি ক্যাচ নিয়েছিলেন তিনি। টেস্টের ইতিহাসে এটি যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ।
ব্যাটার রাহুল টেস্টে টানা সাতটি অর্ধশতরান করেছিলেন। তিনি বাদে আর কারুর এই কৃতিত্ব নেই।
ইনিংসের নিরিখে পঞ্চম দ্রুততম, ৫৮ ইনিংসে দুই হাজার টি-টোয়েন্টি রান করেছেন রাহুল।
রাহুলই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি নিজের ওয়ান ডে অভিষেকে সেঞ্চুরি করেছেন।
রাহুলকে এরপর ১৯ তারিখ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিতে দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -