Hundreds In Wins: এই তারকাদের শতরান মানেই ওয়ান ডেতে দলের জয় নিশ্চিত
রান তাড়া করা হোক, রানের পাহাড় গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলা, কোহলির জুড়ি মেলা ভার। তাঁর ৩৫টি শতরানে ভারতীয় দল ম্যাচে জয় পেয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখুব কম রেকর্ডই রয়েছে যা সচিন তেন্ডুলকরের দখলে নেই। তবে এই তালিকায় তিনি কোহলির পরে দ্বিতীয় স্খানে। সচিনের ৩৩টি শতরানকারী ইনিংসে ভারত জয় পেয়েছে।
রিকি পন্টিংয়ের ২৫টি ওয়ান ডে শতরান অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি টপ অর্ডার ব্যাটার হাশিম আমলা চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর ২৪টি শতরানের ইনিংস দলকে ম্যাচ জিতিয়েছে।
সনৎ জয়সূর্য তালিকায় পঞ্চম। যদিও তিনি আমলার মতোই ২৪টি শতরান করেছেন, তবে বেশি ম্যাচ খেলে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ২২টি ওয়ান ডে শতরান ভারত জয় পেয়েছে।
তালিকায় দ্বিতীয় প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। এবিডির মতো ম্যাচ উইনার বিশ্বক্রিকেটে বিরল। তাঁর ২১টি ওয়ান ডে শতরান প্রোটিয়া বাহিনীকে জয় এনে দিয়েছে।
তিলকরত্নে দিলশানের ১৮টি ওয়ান ডে শতরানের ইনিংসে শ্রীলঙ্কা ম্যাচ জিতেছে।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও ১৮টি শতরানের ইনিংসে ভারতের জয় এসেছে।
তালিকায় দশম স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তাঁর ১৮টি শতরানে শ্রীলঙ্কা দল জয় পেয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -