Asia Cup: এশিয়া কাপে কার ব্যাট থেকে এসেছে সর্বাধিক রান?
৫০ ওভারের ফর্ম্যাটে অর্জুন রনতুঙ্গাই পাঁচ নম্বরে সর্বকালের সর্বোচ্চ রানের মালিক। তাঁর নেতৃত্বেই ১৯৯৭ সালে শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছিল। সেই রনতুঙ্গা এশিয়া কাপের ইতিহাসে মোট ৭৪১ রান করছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলাদেশেক তারকা কিপার-ব্যাটার মুশফিকুর রহিম তাঁর থেকে একটু বেশি ৭৪৪ রান করেছেন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫০ বলে ১৪৪ রান এশিয়া কাপের তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক তাঁর দখলে ৯০৭ রান করার কৃতিত্ব রয়েছে।
ব্যাটিংয়ের সিংহভাগ রেকর্ডই সচিন তেন্ডুকলকরের দখলে থাকলেও, এই তালিকায় তিনি বেশ খানিকটা পিছিয়ে। সচিন এশিয়া কাপে ৯৭১ রান করেছেন।
এবারের এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে। ২০০৮ সালে তিনি নিজের প্রথম এশিয়া কাপ খেলেন। এখনও অবধি তিনি এই টুর্নামেন্টে মোট ১০১৬ রান করেছেন।
রোহিতের সতীর্থ, ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সর্বোচ্চ রানের ইনিংস এশিয়া কাপেই খেলা। তবে মোট রানের বিচারে তিনি তালিকায় তৃতীয় স্থানে। কোহলি এখনও পর্যন্ত ১০৪২ রান করেছেন। যদিও রোহিতের মতোই তাঁর সামনেও এশিয়া কাপের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার হাতছানি রয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কান কিংবদন্তি কোহলির থেকে ৩৩ বেশি, ১০৭৫ রান করেছেন এশিয়া কাপে।
এশিয়া কাপে সর্বকালের সর্বোচ্চ রানের মালিকও আরেক শ্রীলঙ্কান। তিনি সনৎ জয়সূর্য। প্রাক্তন লঙ্কান অধিনায়ক এশিয়া কাপে মোট ১২২০ রান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -