IND vs BAN 1st T20I: ধোপে টিকল না বাংলাদেশ, নিজেদের টি-২০ ইতিহাসে সবথেকে বড় জয় ভারতের
টেস্ট সিরিজ়ে বাংলাদেশেকে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজ়ের শুরুটাও দুরন্তভাবে করল ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে সাত উইকেটে পরাজিত করল টিম ইন্ডিয়া।
এদিন ভারতের হয়ে নীতীশ রেড্ডি ও ময়ঙ্ক যাদব, দুই তরুণ তুর্কি নিজেদের অভিষেক ঘটান। দলে বহুদিন পর ফেরেন বরুণ চক্রবর্তীও।
ম্যাচের প্রথম ওভারেই অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করেন অর্শদীপ সিংহ। বাংলাদেশের লিটন দাসকে ফেরান তিনি। আরেক ওপেনার পারভেজও অর্শদীপেরই শিকার হন।
এই ম্যাচে গতির সওদাগর ময়ঙ্ক যাদবের দিকে সকলেরই নজর ছিল। তিনি নিজের প্রথম আন্তর্জাতিক ওভারে মেডেন দেন। পরের ওভারেই মাহমুদুল্লাহকে ফিরিয়ে পান প্রথম সাফল্য।
বাংলাদেশ মিডল অর্ডারকে নিষ্ক্রিয় করেন বরুণ চক্রবর্তী। প্রত্যাবর্তন ম্যাচে তাঁর সংগ্রহ তিন উইকেট।
বরুণের পাশাপাশি অর্শদীপও তিন উইকেট নিয়ে বাংলাদেশকে ১২৭ রানে অল আউট করে দেন।
জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা দুরন্ত শুরু করলেও বোঝাপড়ার অভাবে তাঁকে ১৬ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরে যেতে হয়।
তবে সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব ইনিংসকে স্থিরতা প্রদান করেন। দুইজনেই ২৯ রান করেন। যোগ করেন ৪০ রান।
ইনিংস শেষটা দুরন্ত ৩৯ রানের ইনিংসে করেন হার্দিক পাণ্ড্য। ৪৯ বল বাকি থাকতেই জয় পায় টিম ইন্ডিয়া। এটি বলের নিরিখে বিশ ওভারের ক্রিকেটে ভারতের সবথেকে বড় জয়। ছবি-বিসিসিআই, পিটিআই
image 11
- - - - - - - - - Advertisement - - - - - - - - -