ODI World Cup 2023: রয়েছেন শামি, বিশ্বকাপ সেরার দৌড়ে আর কোন ক্রিকেটাররা আছেন?
আর বাকি মাত্র এক ম্যাচ। রাত পোহালেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। তার আগে সমর্থকদের বিচারে সেরা খেলোয়াড় হওয়ার জন্য নয় ক্রিকেটারের তালিকা প্রকাশ করল আইসিসি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় সবার আগে যার নাম আসবে, তিনি বিরাট কোহলি। চলতি বিশ্বকাপেই প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডে শতরানের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন বিরাট। তিনি এই টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। দখলে ৭১১ রান, যা এক বিশ্বকাপে কোনও ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ।
গত ম্যাচেই দ্রুততম বোলার হিসাবে বিশ্বকাপে ৫০ উইকেটের গণ্ডি পার করেছেন মহম্মদ শামি। চলতি বিশ্বকাপে শুরুর দিকে সুযোগ না পেলেও, একাদশে ফিরেই বল হাতে আগুন ঝরিয়েছেন শামি। টুর্নামেন্ট সর্বাধিক ২৩ উইকেট নেওয়া শামির তালিকায় থাকাটাই স্বাভাবিক।
ভারতীয় পেস ব্যাটারির নেতা তথা শামির জুড়িদার যশপ্রীত বুমরাও এই তালিকায় আছেন।। তাঁর দখলে রয়েছে ১৮টি উইকেট।
আর তালিকার শেষ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত খুব বেশি শতরান করতে পারেননি। তবে শুরুতেই তাঁর নির্ভীক ব্যাটিং দলের সাফল্যের বড় কারণ। ১২০-র অধিক স্ট্রাইক রেটে ৫৫০ রান করা 'হিটম্যান' তালিকায় না থাকলেই বরং সেটা অধিক বিস্ময়ের হত।
ভারতীয় দলের চার তারকার পাশাপাশি রবিবাসরীয় ফাইনালে তাঁদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পাও রয়েছেন এই তালিকায়।
শামির পরই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২২টি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। আর গ্লেন ম্যাক্সওয়েলের একার দমে দ্বিশতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে জেতানো তো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বয়স সদ্য ২৪ হয়েছে। খেলছেন নিজের প্রথম বিশ্বকাপ। আর সেই প্রথম বিশ্বকাপেই সকলকে তাক লাগিয়ে দিয়েছেন রচিন রবীন্দ্র। তাঁর করা ৫৭৮ রান প্রথম বিশ্বকাপে যে কোনও ক্রিকেটারের সর্বকালের সর্বোচ্চ। পাশাপাশি পাঁচটি উইকেটও নিয়ে রচিন প্রমাণ করে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া।
তাঁর নাম মহাতারকাদের তালিকায় থাকে না। তিনি তেমন চর্চার কেন্দ্রবিন্দুতেও থাকেন না। তবে ডারিল মিচেল নিজের কাজটা ঠিকভাবে করতে জানেন। দুই শতরানসহ টুর্নামেন্টে মোট ৫৫২ রান রয়েছে তাঁর ঝুলিতে। তিনিও সেরা খেলোয়াড়ের দৌড়ে রয়েছেন।
মাত্র ৩০ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানানোর তাঁর সিদ্ধান্ত সকলকেই চমকে দিয়েছিল। তবে নিজের শেষ বিশ্বকাপ কিন্তু নিজের পারফরম্যান্সের মাধ্যমে স্মরণীয় করেছেন কুইন্টন ডি'কক। চার শতরানসহ ৫৯১ রান হাঁকানো ডি'কক টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -