Mohammed Shami: নিজের প্রত্যাবর্তন ম্যাচেই চার উইকেট, বাংলার জার্সি গায়ে চাপিয়ে রঞ্জিতে জ্বলে উঠলেন মহম্মদ শামি
বারংবার চোট আঘাত ব্যাহত করেছে তাঁর প্রত্যাবর্তন। তবে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই জ্বলে উঠলেন মহম্মদ শামি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৮ সালে শেষবার বাংলার হয়ে মাঠে নেমেছিলেন শামি। খেলেছিলেন কেরলের বিরুদ্ধে। তারপর দীর্ঘ অপেক্ষা।
বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে নেমেই জ্বলে উঠলেন তারকা ফাস্ট বোলার।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে হোলকার স্টেডিয়ামে ১৯ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রানের বিনিময়ে চারটি উইকেট নেন শামি।
দীর্ঘদিন পরে মাঠে নামায় শামির ম্যাচ ফিটনেস নিয়ে খানিক প্রশ্নচিহ্ন ছিলই। নিজের সেরা গতিতে বোলিংও করতে পারছিলেন না তিনি। তবে তাতেই তাঁকে সামলাতে নাজেহাল হলেন মধ্যপ্রদেশের ব্যাটাররা।
ম্যাচের প্রথম দিন ১০ ওভার হাত ঘুরিয়েও কোনও সাফল্য পাননি তিনি। তবে দ্বিতীয় দিনের শুরুতেই ৩৪ বছর বয়সি তারকা ফাস্ট বোলার মধ্যপ্রদেশ অধিনায়ক শুভম শর্মার উইকেট ভেঙে দেন।
মধ্যপ্রদেশের লোয়ার অর্ডারকে দ্রুত গুটিয়ে দিয়ে বাংলাকে ৬১ রানের লিড এনে দিলেন শামি।
শুভমের উইকেটের পর তিনি সারাংশ জৈনকে আউট করেন। তারপর দুই বলে পরপর কুমার কার্তিকেয়া এবং কুলবন্ত খেজরোলিয়াকেও সাজঘরে ফেরান।
এই ম্যাচে শামির সঙ্গে তাঁর ভাই মহম্মদ কাইফও খেলছেন। দুই ভাইকেই একসময় কাঁধে কাঁধ মিলিয়ে দুই দিক থেকে বল করতে দেখা যায়। কাইফও দুইটি উইকেট নেন। ছবি-পিটিআই, শামির ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -