Most Hundreds: ওপেনার হিসাবে সর্বকালের সর্বাধিক আন্তর্জাতিক শতরান করেছেন কে?
এই শতকের গোড়ার দিকে অস্ট্রেলিয়ার দাপটের পিছনে ম্যাথু হেডেনের বিরাট ভূমিকা ছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅজি তারকা আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসাবে পঞ্চম সর্বোচ্চ ৪০টি শতরান করেছেন।
ওয়ান ডে ক্রিকেটে ওপেনিংয়ের সংজ্ঞা বদলাতে সনৎ জয়সূর্যর বড় ভূমিকা ছিল।
শ্রীলঙ্কার কিংবদন্তি তারকা ওপেনার হিসাবে হেডেনের থেকে এক বেশি ৪১টি আন্তর্জাতিক শতরান করেছেন।
'ইউনিভার্স' ক্রিস গেলও রয়েছেন এই তালিকায়। টি-টোয়েন্টিতে তাঁর নাম ডাক বেশি হলেও, ভুললে চলবে না গেল টেস্টে ৩০০ও করেছেন।
ওপেনার হিসাবে জয়সূর্যের থেকে এক বেশি ৪২টি শতরান করেছেন গেল।
খুব কম ব্যাটিং রেকর্ডই রয়েছে যা সচিন তেন্ডুলকরের দখলে নেই। এক্ষেত্রেও তিনি শীর্ষে।
'মাস্টার ব্লাস্টার' সচিন ওপেনার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫টি শতরান করেছেন।
অবশ্য সচিন এককভাবে নয়, বরং ডেভিড ওয়ার্নারের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডটির মালিক।
নিজের শততম টেস্টে অনবদ্য শতরান করে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। এটি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ওপেনার হিসাবে ৪৫তম শতরান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -