Indian Cricket Team: ভারতের হয়ে সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন কোন অধিনায়ক?
গত বছর সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল ঋষভ পন্থ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই সিরিজে পন্থের নেতৃত্বাধীন ভারত দুইটি ম্যাচ জিতেছিল।
সাম্প্রতিক সময়ে রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাট খেলছেন না। তাঁর বদলে নিয়মিতভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ড্য।
হার্দিকের নেতৃত্বে এখনও পর্যন্ত ভারতীয় দল আটটি ম্যাচ জিতেছে।
বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল আইসিসি ট্রফি জিততে পারেনি বটে, তবে তিন ফর্ম্যাটেই বিরাটের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ধারাবাহিক পারফর্ম করেছে।
তাঁর নেতৃত্বে ৫০টি বিশ ওভারের ম্যাচে জাতীয় দল ৩০টি ম্যাচ জিতেছে।
বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্বের রেকর্ড কিন্তু খুবই ভাল। তিনিই সফলতম আইপিএল অধিনায়ক (যুগ্মভাবে)।
ভারতীয় অধিনায়ক হিসাবে রোহিত ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৯টিতে জয় পেয়েছেন।
মতান্তরে মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় দলের সফলতম সীমিত ওভারের অধিনায়ক। ২০০৭ থেকে ২০১৬, মোট নয় বছর তিনি জাতীয় দলের হয়ে সীমিত ওভারে নেতৃত্বের দায়ভার সামলেছেন।
ধোনির অধিনায়কত্বেই ভারত ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। তিনি ভারতকে সর্বাধিক ৭২টি বিশ ওভারের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ধোনির নেতৃত্বাধীন ভারত ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -