T20 World Cup 2024: ব্যাটে চার, ছক্কার ঝড়, যুবরাজ, গেলের কৃতিত্বে ভাগ বসালেন নিকোলাস পুরান

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে ক্রিকেটবিশ্ব সাক্ষী থাকল নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ের। তাঁর ব্যাটে ভর করেই আফগানিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তিনে ব্যাট করতে নেমে ৫৩ বলে ৯৮ রানের ইনিংস খেলেন পুরান। ৩১ বলে পূরণ করেছিলেন নিজের অর্ধশতরান।

এই ইনিংসের সুবাদেই এবং যুবরাজ সিংহের একাধিক রেকর্ডে ভাগ বসালেন ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা ক্রিকেটার।
নিজের ইনিংসে ছয়টি চার ও আটটি ছক্কা হাঁকান পুরান। এই ছক্কার সুবাদেই গেলকে পিছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজ়ের জার্সিতে আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচে সর্বাধিক ছক্কা হাঁকানোর কৃতিত্ব নিজের নামে করে ফেলেলন পুরান।
গেল ১২৪টি ছয় মেরেছিলেন। পুরানের ইতিমধ্যেই ১২৮টি ছয় মেরে ফেলেছেন। তিনি বিশ ওভারের ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজ়ের সর্বাধিক রানসংগ্রাহকও বটে।
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বেও কিন্তু সর্বাধিক (যুগ্মভাবে) ছক্কা হাঁকিয়েছেন নিকোলাস পুরানই। তাঁর দখলে এ টুর্নামেন্টে ১৩টি ছয় মারার কৃতিত্ব রয়েছে।
আজকের ম্যাচেই যুবরাজ সিংহের ১৭ বছরের কৃতিত্বেও ভাগ বসল। ম্যাচের ওমরজ়াইয়ের দ্বিতীয় ওভারে, তাঁর বিরুদ্ধে তিন ছক্কা ও দুইটি চার হাঁকান পুরান। গোটা ওভারে ওঠে ৩৬ রান।
এতদিন পর্যন্ত ব্রডকে ২০০৭ সালে যুবরাজের হাঁকানো ছয় ছক্কাই বিশের বিশ্বকাপে এক ওভারে সর্বাধিক রান ছিল। সেই কৃতিত্ব আর যুবরাজের একার দখলে রইল না।
পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ় পাওয়ার প্লেতে ৯২ রান তোলে। বিশের বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বাধিক রানের রেকর্ড এটি।
যদিও দুর্ভাগ্যবশত পুরান শতরানের গণ্ডি পার করতে পারেননি। ৯৮ রানেই রান আউট হতে হয় তাঁকে। ওয়েস্ট ইন্ডিজ় পাঁচ উইকেটের বিনিময়ে ২১৮ রান তোলে।
জবাবে ১১৪ রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান। ১০৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে অপরাজিত থেকেই বিশ্বকাপের সুপার এইটে পৌঁছল ওয়েস্ট ইন্ডিজ়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -