Rishabh Pant's Dream Team: পন্থের স্বপ্নের টি-টোয়েন্টি দলে ঠাঁই হল না বিরাট-রোহিতের, কারা রয়েছেন দলে?
নিজের স্বপ্নের দলে সর্বপ্রথম জস বাটলারকে বাছেন ঋষভ পন্থ। আগ্রাসী বাটলার নিজের বড় শট মারার দক্ষতার জন্য পরিচিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঠিক এই কারণেই ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ককে নিজের স্বপ্নের টি-টোয়েন্টি দলে জায়গা করে দিয়েছেন পন্থ।
বাটলার কিন্তু এই দলে একমাত্র ইংরেজ নন। তাঁর সঙ্গে ইংল্যান্ড অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনও রয়েছেন পন্থের দলে।
লিভিংস্টোনকে দলে নেওয়ার বিষয়ে পন্থ বলেন, 'আমার লিভিংস্টোনের খেলা খুবই পছন্দ। বিশেষ করে গত দুই-তিন বছরে ও যেমন ক্রিকেট খেলছে, তা অনবদ্য'।
আইসিসির বিচারে গত দশকের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় রশিদ খান। তাই পন্থের দলে রশিদের নাম দেখে কারুরই অবাক হওয়ার কথা নয়।
বল হাতে রশিদ নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা। তবে ব্যাট হাতে রশিদ মন্দ নন। এই কারণেই তাঁকে দলে নিয়েছেন বলে জানান পন্থ।
দলে বোলারেরও প্রয়জন। একমাত্র বিশেষজ্ঞ বোলার হিসাবে এই দলে জায়গা পেয়েছেন ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা।
তবে বিরাট-রোহিত না থাকলেও, পন্থের স্বপ্নের দলে কিন্তু বুমরা একা ভারতীয় নন।
পন্থের বাছাই করা স্বপ্নের টি-টোয়েন্টি দলে ভারতীয় তারকা নিজেও রয়েছেন।
তিনি এই দল বাছাই করছেন, তাই জন্যই তিনি নিজেকে এই দলে রেখেছেন বলে কোনওরকম রাখঢাক না করেই জানিয়ে দেন পন্থ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -