ODI World Cup 2023: চলতি বিশ্বকাপে সর্বাধিক মেডেন ওভার করেছেন কোন বোলাররা?
বিগত বিশ্বকাপ থেকে ওয়ান ডে ক্রিকেটে সফলতম বোলারদের অন্যতম ম্যাট হেনরি। এই বিশ্বকাপেও কিউয়ি ফাস্ট বোলার ১১টি উইকেট নিয়েছেন। তিনি মোট তিনটি মেডেন ওভার বল করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরানো ডেভিড উইলির দখলেও কিন্তু তিনটি মেডেন ওভার বল করার কৃতিত্ব রয়েছে।
এরপরেই রয়েছেন টুর্নামেন্টের সফলতম বোলারদের অন্যতম যশপ্রীত বুমরা।
এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি উইকেট নেওয়ার পাশাপাশি বুমরা চার ওভার মেডেন করেছেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মার্কো জানসেন নেই। এই তালিকায় রয়েছেন কাগিসো রাবাডা ও নুঙ্গি এনগিডি।
রাবাডাও বুমরার মতোই চারটি ওভার মেডেন নিয়েছেন।
তাঁর ফাস্ট বোলিং জুড়িদার নুঙ্গি এনগিডিক দখলে এক বেশি পাঁচটি মেডেন রয়েছে।
তালিকায় এক নম্বরে সকলকে খানিকটা চমকে দিয়েই রয়েছেন নেদারল্যান্ডসের বোলার আরিয়ান দত্ত।
তালিকার একমাত্র স্পিনার আরিয়ান ডাচদের হয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুইটি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি এবং বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওভার মেডেন করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -