Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ODI World Cup 2023: রাহুলের দ্রুততম শতরান থেকে বিরাটের নজির, চিন্নাস্বামীতে রেকর্ডের ফুলঝুরি
গোটা বিশ্বকাপ জুড়েই রোহিত শর্মা ও শুভমন গিল একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন। বেঙ্গালুরুতেও তাঁর অন্যথা হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় ওপেনার জুটি শতরানের পার্টনারশিপ হাঁকান। এই নিয়ে চলতি বছরে পাঁচ নম্বর বার ওয়ান ডেতে শতরানের পার্টনারশিপ গড়লেন গিল ও রোহিত, যা এক বছরে সর্বকালের সর্বাধিক।
গত ম্যাচে বিরাট কোহলি ৪৯তম শতরান হাঁকিয়েছিলেন। আশা ছিল এই ম্যাচেই শতরানের হাফসেঞ্চুরি হাঁকাবেন কোহলি। তেমনটা হয়নি। ৫১ রানে আউট হন কোহলি।
তবে অর্ধশতরান হাঁকিয়েও কোহলি সচিন, শাকিবের কৃতিত্বে ভাগ বসালেন। এই অর্ধশতরান নিয়ে কোহলি চলতি বিশ্বকাপে সপ্তমবার অর্ধশতরানের গণ্ডি (দুই শতরান, পাঁচ অর্ধশতরান) পার করলেন কোহলি। সচিন ২০০৩ সালে ও শাকিব ২০১৯ সালের বিশ্বকাপে সাতবার অর্ধশতরান গণ্ডি পার করেছিলেন। এটি এক বিশ্বকাপে কোনও ব্যাটারের সর্বাধিকবার অর্ধশতরানের গণ্ডি পার করার রেকর্ড।
রোহিত শর্মা ব্যক্তিগতভাবেও নয়া নজির গড়লেন এই ম্যাচেই। দুইটি ছক্কা হাঁকান রোহিত।
'হিটম্যান' এই বছরে মোট ৬০টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। এক বছরে সর্বাধিক ছক্কা হাঁকানোর ক্ষেত্রে এবি ডিভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন তিনি।
কেএল রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান হাতছাড়া করেছিলেন। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচে তিনি শতরান হাঁকান। ১০২ রানের ইনিংস খেলেন তিনি।
৬২ বলে রাহুল শতরান হাঁকান। রোহিতের রেকর্ড ভাঙলেন তিনি। রোহিত এই বিশ্বকাপেই আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙে বিশ্বকাপে ভারতীয় হিসাবে দ্রুততম শতরান হাঁকানোর রেকর্ড নিজের নামে করলেন রাহুল।
১৬০ রানে এই ম্যাচ জিতে ভারতীয় দল চলতি বিশ্বকাপে নয়ে নয় করে ফেলল। রোহিতের নেতৃত্বেই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ভারতীয় দল নাগাড়ে নয় ম্যাচ জিতল।
এই ম্যাচে কোহলি, রোহিত, শুভমন, শ্রেয়স, রাহুল, পাঁচ ভারতীয় ব্যাটার অর্ধশতরানের গণ্ডি পার করেন। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার কোনও দলের পাঁচ ব্যাটার এক ম্যাচে অর্ধশতরানের গণ্ডি পার করল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -