Virat Kohli: চিপকে সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি, ওয়ার্নার, নজির স্টার্কেরও
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জিং ব্যাটিং পিচে দুই রানে তিন উইকেট হারিয়ে ফেলা টিম ইন্ডিয়ার বৈতরণী পার করেন বিরাট কোহলি। শতরান হাতছাড়া করলেও, ৮৫ রানের ইনিংসে নতুন ইতিহাস গড়লেন কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'কিং কোহলি' ৫০ ওভারের বিশ্বকাপে ২৭টি ইনিংসে ৪৮.৪৭ গড়ে ও ৮৫-র অধিক স্ট্রাইক রেটে ১১১৫ রান করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ১৩ ম্যাচে ৮৮.১৬ গড়ে ৫২৯ রান করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৭ ম্যাচে কোহলির সংগ্রহ ১১৪১ রান।
অর্থাৎ আইসিসি টুর্নামেন্টে কোহলির ৬৭টি ম্যাচে ৬৪টি ইনিংসে মোট সংগ্রহ ২৭৮৫ রান। ৬৬.৩০ গড়ে তিনি রান করেছেন। তিনি মোট দু'টি শতরান ও ২৬টি অর্ধশতরান করেছেন।
এটিই আইসিসি প্রতিযোগিতায় কোনও ভারতীয় সর্বাধিক রান। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি।
সচিন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও, ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে 'লিটল মাস্টার'ই সর্বকালের সর্বাধিক রানসংগ্রাহক। ৪৫ ম্যাচে ৪৪ ইনিংসে ওয়ান ডে বিশ্বকাপে সচিন মোট ২২৭৮ রান করেছে। তাঁর ব্যাটিং গড় ৫৬.৯৫।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৪ ইনিংসে ৪৪১ রান করেছেন সচিন। সবমিলিয়ে আইসিসি প্রতিযোগিতায় ৫২.২৮ গড়ে সচিনের মোট সংগ্রহ ২৭১৯ রান।
কেএল রাহুলের সঙ্গে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন কোহলি। এটি বিশ্বকাপে অজ়িদের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ।
অপরদিকে, অস্ট্রেলিয়াকে ম্যাচে হারতে হলেও দুই অজ়ি তারকাও রবিবাসরীয় চিপকে রেকর্ড গড়েন। ডেভিড ওয়ার্নার ভারতের বিরুদ্ধে ওপেনে নেমে ৫২ বলে ৪১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। এর সুবাদেই দ্রুততম ব্যাটার হিসাবে ৫০ ওভারের বিশ্বকাপে হাজার রান করে ফেললেন ওয়ার্নার। ১৯টি ম্য়াচ খেলে ৬০.৭৬ গড়ে ১০৩৩ রান করেছেন ওয়ার্নার।
ঈশান কিষাণের উইকেটটি মিচেল স্টার্কের বিশ্বকাপে নেওয়া ৫০তম উইকেট ছিল। মাত্র পঞ্চম বোলার হিসাবে এই কৃতিত্ব গড়েন তিনি। মেগা টুর্নামেন্টে ১৯ ম্যাচ খেলে দ্রুততম বোলার হিসাবে ৫০টি উইকেট নেন স্টার্ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -