IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে কুম্বলেকে পিছনে ফেলতে পারেন অশ্বিন
ভারতের সর্বকালের সেরা বোলারদের মধ্যে আর অশ্বিনের নাম অবশ্যই থাকবে। তিনি আসন্ন ইংল্যান্ড সিরিজ়েই অনিল কুম্বলের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে ৫০০টি টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেন। তার জন্য তারকা অফ স্পিনারের প্রয়োজন আর ১০ উইকেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোট উইকেটের বিচারে কুম্বলেকে স্পর্শ করতে এখনও বেশ খানিকটা পথ অতিক্রম করতে হলেও, ঘরের মাঠে উইকেটের বিচারে কিন্তু অশ্বিনের সামনে কুম্বলেকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে।
কুম্বলে ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে ৩৫০ উইকেট নিয়েছেন। সেখানে অশ্বিনের দখলে আপাতত ঘরের মাঠে ৩৩৭ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।
অবশ্য মোট উইকেটের বিচারে কুম্বলে অনেকটাই এগিয়ে। তিনি ১৩২ টেস্ট খেলে মোট ৬১৯টি উইকেট নিয়েছেন।
কুম্বলে বাদেও ঘরের মাঠে আরও তিন ক্রিকেটার ৩৫০-র অধিক টেস্ট উইকেট নিয়েছেন। এর মধ্যে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার ঘরের মাঠে ৩৯৮ উইকেট নিয়েছেন।
ব্রডের দীর্ঘিদিনের সতীর্থ জেমস অ্যান্ডারসনকে আসন্ন সিরিজ়েও খেলতে দেখা যাবে। এটি টেস্টে তাঁর ষষ্ঠ ভারত সফর। অ্যান্ডারসন কিন্তু এই তালিকায় দ্বিতীয়।
টেস্টে সর্বাধিক উইকেট নেওয়া ফাস্ট বোলার অ্যান্ডারসন ঘরের মাঠে ইংল্যান্ডে মোট ৪৩৪টি উইকেট নিয়েছেন।
তালিকায় শীর্ষে অবশ্যই মুথাইয়া মুরলিধরন। টেস্ট ক্রিকেটের সর্বকালের সর্বাধিক উইকেটসংগ্রাহক।
শ্রীলঙ্কান স্পিনার ৪৯৩টি উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -